‘তোলাবাজির দু’কোটির থেকে উপার্জনের দু’পয়সা দামি’, মহুয়াকে একহাত নিলেন কমলেশ্বর

বাংলা হান্ট ডেস্ক: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর [Mahua Moitra] সংবাদমাধ্যমকে নিয়ে আপত্তিকর মন্তব্যের নিন্দায় সাধারণ মানুষ থেকে বিদগ্ধজনেরা। রবিবার দলীয় কর্মীসভায় সংবাদমাধ্যমকে ‘দু’পয়সার প্রেস’ বলে অপমানজনক মন্তব্য করেন মহুয়া। সেই নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়। আর মহুয়ার সেই কটূক্তি নিয়ে তাকেই একহাত নিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় [Kamaleshwar Mukherjee]।

সোশ্যাল মিডিয়ায় কমলেশ্বর লেখেন, ”উপার্জনের ‘দু পয়সা’ তোলাবাজির দু কোটির থেকে অনেক দামি।” গোটা পোস্টে একবারও মহুয়ার নাম না থাকলেও তাঁকেই যে ঠুকেছেন কমলেশ্বর না স্পষ্ট। সাংবাদিক মহলের পাশে দাঁড়িয়ে এই বক্তব্য সমর্থন করেছেন অনেকেই।

https://www.facebook.com/kamaleswar.mukherjee/posts/3518787298208890

একই ভাবে মহুয়ার তুলোধোনা করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষও [Rudranil Ghosh]। তিনি লেখেন, ”অহংকারের রোদ চশমায় আঁধার হলেও দেশ, সবার কাছে ভরসা আজও ‘দু’পয়সার প্রেস’!” তিনিও একবারের জন্যও মহুয়া মৈত্রের নাম নেননি।

https://www.facebook.com/RudranilOfficial/photos/a.1584282478457823/2903292646556793/

 

প্রসঙ্গত, গত রবিবার গয়েশপুরে তৃণমূলের দলীয় বৈঠকে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি লেগে যায়। সেই সময় সেখানে ছিলেন মহুয়া। আর গোটা বিষয়টি ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। তখনই মহুয়া বলে ওঠেন, “কে এই দু’পয়সার প্রেসকে ভেতরে ডাকে? কর্মী বৈঠক হচ্ছে। আর সবাই টিভিতে মুখ দেখাতে ব্যস্ত। আমি সভানেত্রী হিসেবে নির্দেশ দিচ্ছি, প্রেসকে সরান!” এই বক্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার মুখে পরেন তিনি। তবে পড়ে ক্ষমা চান তিনি, কিন্তু সেটাও ব্যঙ্গ করেই। এতে আগুনে ঘৃতাহুতি হয়। ইতিমধ্যেই একাধিক সংবাদমাধ্যম মহুয়া মৈত্রকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।

 

সম্পর্কিত খবর