সস্তা সোনা পাইয়ে দেবার নামে প্রতারণার অভিযোগ গ্রেফতার ক্যান্ডিবাবা, মিলল বিশাল অঙ্কের সোনা

বাংলাহান্ট ডেস্কঃ সস্তায় সোনার পাইয়ে দেওয়ার নামে প্রতারণা অভিযোগ উঠেছে রাজেশ ওরফে ক্যান্ডি বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিয়ানায় (Haryana)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সস্তায় সোনা পাইয়ে দেবে বলে রাজ্যর বহু লোকের থেকে টাকা নেন তিনি। কিন্তু কাউকে তিনি সঠিক সময়ে সোনা জোগান দেননি। কোটি কোটি টাকার প্রতারণা করেছেন তিনি। হরিয়ানা পুলিশের মতে, দুর্বৃত্ত গুন্ডা মানুষকে সস্তা সোনার জোগান দিতেন, যাতে তারা তাদের আস্থা অর্জন করতে পারেন। যখন সে তার বিশ্বাস জিতত, তখন তাকে আরও সোনা দেওয়ার জন্য বলত। তিনি আগে থেকে টাকা নিয়ে নিত এবং নিজের বাসস্থান থেকে সরে জেতেন। দেশের নানান জায়গায় ঘর নিয়ে বাস করত ক্যান্ডিবাবা। জালিয়াতি করত প্রচণ্ড। মঙ্গলবার আসামির ১০ দিনের হেফাজত শেষ হল। হরিয়ানা পুলিশ আদালতের কাছে আরও ৩ দিনের হেফাজত চেয়েছেন, কারণ তার বিরুদ্ধে আরও কিছু জালিয়াতির তথ্য আদালতে পেশ করবেন বলে।

gold 13

মঙ্গলবার ফরিদাবাদের একটি আদালত কান্দি বাবার হেফাজত বাড়িয়েছে। এখনও অবধি হরিয়ানা পুলিশ কান্দি বাবার কাছ থেকে প্রায় ৭ লক্ষ টাকা উদ্ধার করেছে। সম্প্রতি, হরিয়ানা পুলিশ কান্দি বাবাকে গ্রেপ্তার করেছিল কারণ তিনি বহু রাজ্যে সস্তা স্বর্ণ পাওয়ার নামে কোটি কোটি লোককে প্রতারণা করেছিল বলে। এই গ্রেপ্তারটি ফরিদাবাদ ক্রাইম শাখা সেক্টর -৩০ থেকে এসেছে।

সম্পর্কিত খবর