সরে গেল পথের কাঁটা, মুম্বাই টেস্টে নিউজিল্যান্ড টিম থেকে বাদ পড়লেন এই তারকা ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দ্বিতীয় টেস্টে কিছুটা হলেও স্বস্তিতে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বাঁ হাতে চোটের কারণে মুম্বাই টেস্ট থেকে ছিটকে গিয়েছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। তার জায়গায় ভারতের বিরুদ্ধে কিউয়ি দলের অধিনায়কত্ব করবেন টম ল্যাথাম। প্রথম টেস্ট ম্যাচে দুর্দান্ত কিছু না করতে পারলেও উইলিয়ামসন সবসময়ই বিপক্ষ দলের মাথাব্যথার কারণ। তাই কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন ভারতীয় বোলাররা।

তবে ভারতেরও রয়েছে মাথাব্যথার অনেকগুলি কারণ। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না রবীন্দ্র জাদেজা। তার জায়গায় দীর্ঘদিন পরে টেস্ট দলে ফিরেছেন জয়ন্ত যাদব। গত ম্যাচে জিততে না পারলেও বল এবং ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন জাদেজা। তার অনুপস্থিতি অবশ্যই বড় ধাক্কা ভারতীয় দলের কাছে।

Kane Williamson

আশঙ্কা করা হয়েছিল এই টেস্টে বাদ পড়তে পারেন অজিঙ্কা রাহানে। বাদ তিনি পড়লেন, তবে চোটের কারণে। তবে সুযোগ পাননি সূর্যকুমার যাদবকে। এই ম্যাচেও সুযোগ দেওয়া হচ্ছে চেতেশ্বর পূজারা-কে। দুই দলের প্রথম একাদশ নীচে উল্লেখ করা হলো-

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়ং, ড্যারিল মিচেল, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লুন্ডেল (উইকেটরক্ষক), কাইল জেমিসন, রাচিন রবীন্দ্র, আজাজ প্যাটেল, টিম সাউদি, উইলিয়াম সোমারভিল

ভারতের একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, মহাম্মদ সিরাজ, উমেশ যাদব

Reetabrata Deb

সম্পর্কিত খবর