পাকিস্তানী ক্রিকেটারের মুখে জয় শ্রীরাম ধ্বনি!

জয় শ্রীরাম উচ্চারণেই একেবারে সকলের নজরে চলে এলেন পাকিস্তানী ক্রিকেটার দানিশ কানেরিয়ার. সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁরই শেয়ার করা একটি ভিডিও ঘিরে সমালচোনার ঝড় উঠেছে. ওই ভিডিওতে  ক্রিকেটারকে বলতে শোনা যাচ্ছে, নমষ্কার, প্রণাম আর তারপরেই জয় শ্রীরাম ধ্বনি তাঁর কণ্ঠে.  আর এই ভিডিও ভাইরাল হতেই  আলোড়ন ফেলেছে

বিভিন্ন মহলে. পাক ক্রিকেটে বিতর্কিত চরিত্র হিসাবেই খ্যাত তিনি. ফিক্সিয়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে.পাক ক্রিকেটে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দানিশ. হিন্দু হয়ে পাকিস্তান দলের ক্রিকেটার হওয়ায় কিছুদিন আগে শোয়েব আখতার তাঁর উদ্দেশে অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ. সেই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন এই প্রাক্তন পাক স্পিনার.

সতীর্থদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন তিনি. পাক ক্রিকেট মহলে যা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে. আর তার মাঝেই এমন চাঞ্চল্যকর ঘটনা! গেরুয়া পোশাক পড়ে একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন কানেরিয়া, যে ভিডিওতে শুরুতেই তিনি জয় শ্রীরাম বলে শুরু করেছেন.

আর তারপর একের পর এক বিস্ফোরক অভিযোগ. পাকিস্তানে তাঁকে নাকি সমস্ত কাজ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে. ক্রিকেট বিশেষজ্ঞ হিসাবেও কোনও জায়গায় সুযোগ দেওয়া হচ্ছে না তাঁকে. যে টিভি চ্যানেলে দানিস কাজ করতেন, সেখানেও নাকি তাঁর বেতন আটকে রাখা হয়েছে. তিনি বলেন, ‘আমি ধর্মের আগে দেশকে দেখেছি. ক্রিকেটের সঙ্গে কোনওদিন সমঝোতা করিনি’. একে তো পাকিস্তানী ক্রিকেট দলে হিন্দু হওয়ার কারণে নানান তাঁকে নিয়ে বিতর্ক পিছুই ছাড়ছে না. তার উপর ক্রিকেটারের মুখে জয় শ্রীরাম ধ্বনি সেই বিতর্ক তুঙ্গে তুলে দিয়েছে.

সম্পর্কিত খবর