‘বাংলাদেশি ও রোহিঙ্গারা মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সবথেকে বড় শক্তি’, বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা কঙ্গনার

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের কন্ট্রোভার্সি কুইন হিসাবে পরিচিত কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। তিনি মুখ খোলা মানেই কোনো না কোনো বিতর্ক (controversy) দানা বাঁধবেই। প্রতিপক্ষকে সপাটে জবাব দিতে কখনোই পিছপা হন না। আর এই করতে গিয়েই অনেক সময় বেশ বিতর্কিত টুইটও (tweet) করে বসেন কঙ্গনা।

এবার বাংলায় বিধানসভা নির্বাচন (election) নিয়ে মন্তব‍্য করতে দেখা গিয়েছে কঙ্গনাকে। ২ রা মে ছিল বাংলায় প্রায় দেড় মাস ব‍্যাপী আট দফার নির্বাচনের ফল ঘোষনার দিন। বড়সড় চমক দিয়ে নিরঙ্কুশ সংখ‍্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয় বার জয়ী হল তৃণমূল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপিকে হারিয়ে আবারো সরকার গঠন করতে চলেছেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (mamata banerjee)।


ফল ঘোষনার দিন তৃণমূলের এগিয়ে থাকার ইঙ্গিত স্পষ্ট হতেই বিভিন্ন জায়গায় সবুজ আবির উড়িয়ে জয় উদযাপন শুরু হয়ে যায়। ঠিক সেই সময় মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে তীব্র কটাক্ষ করে কঙ্গনা টুইট করেন, ‘বাংলাদেশি ও রোহিঙ্গারা মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সবথেকে বড় শক্তি। ট্রেন্ড থেকেই বোঝা যাচ্ছে হিন্দুরা আর ওখানে সংখ‍্যা গরিষ্ঠতায় নেই। আর তথ‍্য অনুযায়ী বাঙালি মুসলিমরা গোটা ভারতের মধ‍্যে সবথেকে বেশি দরিদ্র ও বঞ্চিত। ভাল, আরো একটা কাশ্মীর তৈরি হচ্ছে।’

https://twitter.com/KanganaTeam/status/1388758033493204995?s=19

এখানেই শেষ নয়। প্রথমে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে নন্দীগ্রামে বিজেতা ঘোষনা করা হলেও শেষ মুহূর্তের গণনায় মমতাকে হারিয়ে জয়ী হন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এটা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি কঙ্গনা। উপরন্তু তিনি আরো বলেছেন ২০১৬র তুলনায় এবারে বাংলায় বিজেপি অনেক বেশি আসন পেয়েছে।

এর আগে বহুবার খোলাখুলি ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপির প্রশংসা করতে দেখা গিয়েছে কঙ্গনাকে। মহারাষ্ট্রে শাসক দল শিবসেনাকে তীব্র আক্রমণ করে তিনি মুম্বইকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। এবার বাংলাকেও কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন কঙ্গনা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর