‘গান্ধীকে খুশি করার জন‍্য প্রধানমন্ত্রীর পদ নেহরুকে ছেড়ে দিয়েছিলেন’, সর্দার প‍্যাটেল জয়ন্তীতে বিষ্ফোরক কঙ্গনা

বাংলাহান্ট ডেস্ক: মহাত্মা গান্ধীর (mahatma gandhi) কথাতেই প্রধানমন্ত্রীর পদটা জওহরলাল নেহরুকে (jawaharlal nehru) ছেড়ে দিয়েছিলেন সর্দার বল্লভভাই প‍্যাটেল (sardar vallabhbhai patel)। ত‍্যাগ স্বীকার করেছিলেন তিনি। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এমন মন্তব‍্যই করেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)।

সর্দার বল্লভভাই প‍্যাটেলের প্রতি টুইটারে শ্রদ্ধা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প‍্যাটেলের জন্মদিনের শুভেচ্ছা জানাই। আপনিই আমাদের অখন্ড ভারত দিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রীর পদ ত‍্যাগ স্বীকার করে আপনার অসাধারন নেতৃত্ব ও দূরদর্শিতা দূরে সরিয়ে নিয়েছিলেন। আপনার সিদ্ধান্তের জন‍্য আমাদের অনুশোচনা হয়।’

কঙ্গনা আরো লেখেন, ‘উনিই ভারতের আসল লৌহ মানব। আমি বিশ্বাস করি যে নেহরুর মতো একজন দুর্বল মনের মানুষকেই চেয়েছিলেন গান্ধীজি, যাকে ঢাল হিসাবে দাঁড় করিয়ে তিনি নিজে দেশ চালাতে পারেন। পরিকল্পনাটা ভালই ছিল কিন্তু গান্ধী নিহত হওয়ার পর যা হল তা বড় বিপর্যয় ছিল।’

এখানেই শেষ নয়। গান্ধীর উদ্দেশে আরো তোপ দেগে কঙ্গনা বলেন, ‘শুধুমাত্র গান্ধীকে খুশি করার জন‍্যই উনি নিজের যোগ‍্য ও নির্বাচিত ভারতের প্রথম প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছিলেন, কারণ গান্ধীর মনে হয়েছিল নেহরু ইংরেজি বেশি ভাল বলেন। সর্দার বল্লভভাই প‍্যাটেলের কিছু হয়নি কিন্তু দেশকে দীর্ঘদিন ধরে ভুগতে হয়েছে। যেটা আমাদের সেটা লজ্জা না করেই ছিনিয়ে নিতে হবে।’

প্রসঙ্গত, আজ শনিবার সর্দার বল্লভভাই প‍্যাটেল জয়ন্তী। তাঁর মূর্তি স্ট‍্যাচু অফ ইউনিটির তাৎপর্য মেনে আজকের দিনটি পালন করা হচ্ছে জাতীয় সংহতি দিবস হিসাবে। এদিন স্ট‍্যাচু অফ ইউনিটিতে গিয়ে সর্দার প‍্যাটেলকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর