রাম মন্দিরের মাধ্যমেই প্রযোজনায় হাতেখড়ি কঙ্গনার

বাংলাহান্ট ডেস্ক: অভিনয় জগতে তিনি ‘কুইন’। বলিউডে বলা যায় নিজের আলাদা একটি ব্র্যান্ড তৈরি করে নিয়েছেন তিনি। ঠিক ধরেছেন, বলি কুইন কঙ্গনা রানাওয়াতের কথাই বলা হচ্ছে। অভিনয়ে তাঁর প্রতিভা নিয়ে নতুন কিছু বলার নেই। কুইন, মণিকর্ণিকা, তনু ওয়েডস মনু, জাজমেন্টাল হ্যায় কেয়া একের পর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতী তুলে ধরেছেন কঙ্গনা। বলাই বাহুল্য, প্রতিটি ছবিই বক্স অফিসে সফল। এর আগে মণিকর্ণিকার হাত ধরে পরিচালনায় পা রাখেন তিনি। পরিচালক হিসাবে প্রথম ছবিতেই সাফল্যের মুখ দেখেন কঙ্গনা। তাই এবার কাঁধে তুলে নিয়েছেন আরও গুরুদায়িত্ব। প্রযোজকের ভূমিকায় এবার দেখা যেতে চলেছে কঙ্গনা রানাওয়াতকে। ছবির বিষয় রাম মন্দির।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ছবি প্রযোজনা করার কথা চিন্তা ভাবনা করছিলেন অভিনেত্রী। হাতের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় পেয়ে তাই আর দেরি করতে চাননি তিনি। ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছে ছবির নাম। জানা গিয়েছে, অপরাজিত অযোধ্যা নামে তৈরি হতে চলেছে প্রযোজক কঙ্গনার প্রথম ছবি। নিজের ছবির নামেই দিয়েছেন  প্রযোজনা সংস্থার নাম, মণিকর্ণিকা ফিল্মস প্রাইভেট লিমিটেড।

kangana ranaut cute traditional saree

কিন্তু হঠাত্ এমন একটি বিতর্কিত বিষয় নিয়ে ছবি প্রযোজনার কথা ভাবলেন কেন কঙ্গনা? তাঁর কথায়, প্রায় ১০০ বছর ধরে অযোধ্যার রাম মন্দির নিয়ে আলোচনা চলে আসছে। যে শিশুটা আটের দশকে জন্মেছে সেও রাম মন্দির সম্পর্কে অবগত। কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক নেতিবাচক আলোচনা-সমালোচনা হয়। তাই এই বিষয়টিকেই নিজের প্রযোজনার জন্য প্রথম ছবি হিসাবে বেছে নিয়েছেন কঙ্গনা।

তবে রাম মন্দির নিয়ে ছবি এই প্রথম নয়। এর আগে একটি তথ্যচিত্রও বানানো হয়েছিল এই বিষয়ের উপর। বাবরি মসজিদ ধ্বংস করে সেই জমিতে রাম মন্দির তৈরির প্রসঙ্গই উঠে এসেছিল ‘রাম কে নাম’ নামে ওই তথ্যচিত্রটিতে।

 

 

 

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর