অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় মা হলেন, সোশ্যাল মিডিয়ায় ভরে উঠেছে শুভেচ্ছাবার্তা

 

বাংলা হান্ট ডেস্ক : মা হলেন অন্যতম এক দাপুটে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়।মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন তিনি আজ সকালে।কনীনিকা ও সুরজিৎ হরির পরিবারে বুধবার সকাল এর এক অন্যরকম সুখকর অনুভূতি নিয়ে।

 

প্রসঙ্গত হরি সাহাবের এক প্রথম পক্ষের পুত্রসন্তান রয়েছে তারপর কোল জুড়ে মেয়েসন্তান প্রাপ্তিতে বন্দ্যোপাধ্যায় ও হরি পরিবার যারপরনাই খুশি।

21815 img 20190612 wa0022

সোশ্যাল মিডিয়ায় ভরে যাচ্ছে শুভেচ্ছা বার্তা।এই নতুন অতিথির হাত ধরে পরিবারেও এক আনন্দ সমাগম হোক।মা ও সন্তান দুজনেই সুস্থ থাকুন এই কামনা।

সম্পর্কিত খবর