করন জোহর মুভি মাফিয়াদের প্রধান! গুরুতর অভিযোগ কঙ্গনার

বাংলাহান্ট ডেস্ক: করন জোহরের (karan johar) বিরুদ্ধে সোশ‍্যাল মিডিয়ায় ফের তোপ দাগলেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। পরিচালককে সোজাসুজি ‘মুভি মাফিয়া’দের (movie mafia) মূল অভিযুক্ত বলে কটাক্ষ করলেন অভিনেত্রী। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra) ট‍্যাগ করে টুইটও করেছেন কঙ্গনা।

নিজের টুইটার হ‍্যান্ডেলে প্রধানমন্ত্রীকে ট‍্যাগ করে ‘কুইন’ অভিনেত্রী লেখেন, ‘মুভি মাফিয়াদের মূল অভিযুক্ত হলেন করন জোহর। এত মানুষের জীবন ও কেরিয়ার ধ্বংস করেও দিব‍্যি খোলা ঘুরে বেড়াচ্ছেন তিনি। কোনও ব‍্যবস্থাই নেওয়া হয়নি তাঁর বিরুদ্ধে। আমাদের কি আর কোনও আশা আছে? সব মিটে যাওয়ার পর উনি এবং ওর হায়েনারা আমার দিকে তেড়ে আসবে।’


বলিউডে নেপোটিজমের বিরুদ্ধে টুইট
সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর থেকেই বলিউডের নেপোটিজমের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষনা করেছেন কঙ্গনা রানাওয়াত। তাঁর দাবি, বলিউডে শুধুমাত্র তারকা সন্তানদেরই সুযোগ দেওয়া হয়। বলিউডের নেপোটিজম ও গ্রুপ বাজির বিষয়ে বারংবার টুইট করে গর্জে উঠেছেন অভিনেত্রী। কিন্তু এতকিছুর পরেও কঙ্গনার টুইটারে ফলোয়ার্স কমে যাচ্ছে দিনের পর দিন। এর কারন নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

কমে চলেছে ফলোয়ার্স
আগে কঙ্গনার সোশ‍্যাল মিডিয়া টিম চালাতো তাঁর টুইটার হ‍্যান্ডেল। কিন্তু কিছুদিন আগে নিজেই টুইটার হ‍্যান্ডেলের দায়িত্ব নিয়েছেন তিনি। বদলে গিয়েছে তাঁর হ‍্যান্ডেলের নামও। কিন্তু যেদিন থেকে কঙ্গনা নিজে সব দায়িত্ব নিয়েছেন সেদিন থেকেই কমতে শুরু করেছে তাঁর ফলোয়ার্স।

এমনকি প্রতিদিন প্রায় ৪০-৫০ হাজার ফলোয়ার্স কমে যাওয়াও লক্ষ‍্য করেছেন কঙ্গনা। কিন্তু তাঁর বক্তব‍্য, টুইটারে তিনি নতুন, তাই এমনটা কেন হচ্ছে তা বুঝতে পারছেন না তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর