শুভবুদ্ধির উদয়, অসম বন‍্যায় ক্ষতিগ্রস্তদের সাহায‍্যে কয়েক লক্ষ টাকা অনুদান দিলেন করন জোহর

বাংলাহান্ট ডেস্ক: এখনো উন্নতি হয়নি অসমের বন‍্যা (Assam Flood) পরিস্থিতির। গৃহহীন হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া সর্বহারা মানুষদের হাহাকার অসম জুড়ে। এমতাবস্থায় অসমের মুখ‍্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শুরু করেছেন মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিল। একে একে সেখানে অনুদান অসমবাসীর পাশে দাঁড়াচ্ছেন বলিউডের সদস‍্যরা। অনুদান দিয়েছেন পরিচালক প্রযোজক করন জোহরও (Karan Johar)।

   

মঙ্গলবার মুখ‍্যমন্ত্রী ত্রাণ তহবিলে ১১ লক্ষ।টাকা অনুদান দিয়েছেন করন। টুইটে এই খবর জানিয়ে পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ‍্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি লিখেছেন, ‘প্রযোজক করন জোহর এবং ধর্মা প্রোডাকশনের প্রতি কৃতজ্ঞ মুখ‍্যমন্ত্রী ত্রাণ তহবিলে ১১ লক্ষ টাকা অনুদান দেওয়ার জন‍্য।’


বিধ্বংসী বন‍্যায় ক্ষতিগ্রস্ত অসমবাসীদের পাশে দাঁড়ানোর জন‍্য গোটা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে একত্রিত করার জন‍্য পরিচালক রোহিত শেট্টিকেও ট‍্যাগ করে ধন‍্যবাদ জানিয়েছেন মুখ‍্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

কিছুদিন আগেই অসম বন‍্যায় ক্ষতিগ্রস্তদের জন‍্য অনুদান দিয়েছিলেন আমির খান। ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। কৃতজ্ঞতা জানিয়ে টুইটে মুখ‍্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা লিখেছিলেন, ‘আমাদের রাজ‍্যের বন‍্যা দুর্গতদের জন‍্য সাহায‍্যের হাত বাড়িয়েছেন বলিউডের প্রখ‍্যাত অভিনেতা আমির খান। মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকার অনুদান দিয়েছেন তিনি। তাঁর এই মানবিক উদ‍্যোগের জন‍্য কৃতজ্ঞতা জানাই।’

অসমের বন‍্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বলিউড ইন্ডাস্ট্রি। একাধিক তারকা ত্রাণে সাহায‍্য করেছেন। এর মধ‍্যে রয়েছেন পরিচালক রোহিত শেট্টি এবং অভিনেতা অর্জুন কাপুর। দুজনেই ৫ লক্ষ টাকা করে জমা দিয়েছেন অসমের মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। এছাড়াও সোনু নিগম দিয়েছেন ৫ লক্ষ টাকা এবং টি সিরিজের মালিক ভূষণ কুমার দিয়েছেন ১১ লক্ষ টাকা।

এখনো পর্যন্ত ১৪ লক্ষ অসমবাসী জল যন্ত্রণার শিকার। হাজার হাজার হেক্টর ফসল নষ্ট হয়েছে। কাছাড়, নগাঁও, বরপেটার মতো জেলায় এখনো বহু মানুষ দুর্ভোগে রয়েছেন। এখনো পর্যন্ত বন‍্যায় ১৮০ জনের মৃত‍্যুর খবর পাওয়া গিয়েছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর