আগামী স্বাধীনতা দিবসে বিশেষ উদ‍্যোগ করনের, অনুপ্রেরণা জোগাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর থেকেই সুখের দিন অস্তগত হয়েছে পরিচালক তথা প্রযোজক করন জোহরের (karan johar)। দীর্ঘ ২ মাস পর স্বাধীনতা দিবসে সোশ‍্যাল মিডিয়ায় ফিরেছেন করন জোহর (karan johar)। এখনও আগের মতো সক্রিয় হতে দেখা যায়নি তাঁকে। কিন্তু নেটিজেনরা কোনও সুযোগই ছাড়ছে না করনকে ট্রোল (troll) করার জন‍্য।

শুক্রবার ফের একটি পোস্ট করেছেন করন। আগামী বছরের স্বাধীনতা দিবসের (independence day) পরিকল্পনা ব‍্যক্ত করে ধন‍্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)। তাঁর অনুপ্রেরণাতেই এই উদ‍্যোগের কথা ভেবেছেন তিনি, এমনটাই সোশ‍্যাল মিডিয়ায় জানিয়েছেন পরিচালক।


বলিউডের ফিল্মি পরিবারের তরফে ‘বীরত্ব, মূল‍্যবোধ এবং ভারতের ঐতিহ‍্য’ নিয়ে এক নয়া উদ‍্যোগ শুরু হতে চলেছে। করনের টুইট থেকে পাওয়া গিয়েছে এমনই ইঙ্গিত। দেশবাসীর কাহিনি নিয়ে তৈরি হতে চলেছে তাদের নিজেদের কাহিনি। ‘চেঞ্জ উইদিন’ এর এই উদ‍্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন রাজকুমার হিরানি, একতা কাপুর, দীনেশ বিজন, রোহিত শেট্টির মতো হেভিওয়েট পরিচালক ও প্রযোজকরা।

টুইটে করন আরো জানিয়েছেন, গত বছরও ১৫০ তম গান্ধী জয়ন্তী উপলক্ষে এক বিশেষ ছবি তৈরি হয়েছিল। পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি। এবার প্রধানমন্ত্রীর থেকে অনুপ্রেরণা নিয়ে আগামী বছর ৭৫ তম স্বাধীনতা দিবসেও এমনই কিছু বিশেষ করতে চান ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ।

https://twitter.com/karanjohar/status/1311964112939753473?s=19

 

প্রসঙ্গত, সুশান্তের মৃত‍্যুর পর পাক্কা দু মাস পর সোশ‍্যাল মিডিয়ায় ফিরেছেন করন। স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার ছবি পোস্ট করেন তিনি সোশ‍্যাল মিডিয়ায়। শেষবার ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুতে পোস্ট করেছিলেন তিনি।

সুশান্তের মৃত‍্যুর পর থেকেই অনবরত ট্রোল, সমালোচনার শিকার হয়ে চলেছেন করন জোহর। বাধ‍্য হয়ে সোশ‍্যাল মিডিয়া থেকে একরকম অবসরই নিয়েছিলেন তিনি। দীর্ঘ দু মাস পর ফের ১৫ অগাস্ট পোস্ট করেন করন। ভারতের জাতীয় পতাকার ছবি পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান তিনি‌। তাতেও অবশ‍্য ট্রোল মশকরার হাত থেকে রক্ষা পাননি পরিচালক।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর