রাজস্থানে মন্দিরের জমি নিয়ে বিবাদের জেরে পুরোহিতকে পেট্রোল দিয়ে জ্যান্ত জ্বালাল দুষ্কৃতীরা

বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থানের (Rajasthan) করৌলি জেলার একটি মন্দিরে পুরোহিতকে জ্যান্ত জ্বালানর মামলা সামনে এসেছে। পুরোহিতকে পেট্রোল জ্বালিয়ে জ্যান্ত জ্বালানর চেষ্টা করা হয়েছে, চিকিৎসা চলাকালীন পুরোহিতের মৃত্যু হয়েছে। পুলিশ প্রধান অভিযুক্ত কৈলাস মীণাকে গ্রেফতার করেছে।

   

এসপি মৃদুলা কছবার নির্দেশে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে, দুই পক্ষের মধ্যে মন্দিরের জমি নিয়ে বিবাদ চলছিল। পুলিশ জানায় পুরোহিত বাবুলাল বৈষ্ণব বয়ানে বলেছেন যে, তাঁর পরিবার ১৫ বিঘা মন্দিরের জমিতে কৃষিকাজ করে।

বয়ানে বলা হয়েছে যে, অভিযুক্ত কৈলাস, শঙ্কর আর নমো মীণা তাঁর চাষের জমি দখল করে নেয়। পঞ্চায়েত মন্দিরের জমি পুরোহিত ছাড়া অন্য কোনও ব্যাক্তি যেন কবজা না করে, সেটার নির্দেশ আগেই দিয়েছিল। এরপর বুধবার কৈলাস শঙ্কর, নমো, কিশন রামলক্ষণ পরিবার পুরোহিতের চাষের জমিতে কবজা করে নেয়।

এই গোটা মামলায় পুলিশ আলাদা আলাদা দল বানিয়ে অভিযুক্তদের তল্লাশি শুরু করেছে আর তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করার নির্দেশ জারি করেছে। আরেকদিকে পুলিশের টিম ২৪ ঘণ্টায় প্রধান অভিযুক্ত কৈলাস মিনাকে গ্রেফতার করে। বাকি অভিযুক্তদের তল্লাশি চলছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর