কত লোকের চাকরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কর্মভূমি’ অ্যাপের মাধ্যমে, প্রকাশ্যে এলো বড় তথ্য

করোনা কালে বাংলায় কাজ হারানো যুবকদের নতুন করে কাজে ফেরানোর লক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata Banerjee) সরকার কর্মভূমি (karmabhumi) পোর্টাল এনেছিলেন।

যাঁরা করোনা আতঙ্কের কারণে রাজ্যে ফিরে এসেছেন এবং চাকরি বদল করার কথা ভাবছেন, তাঁরা এই কর্মভূমি পোর্টালের মাধ্যমে রাজ্যের তথ্য ও প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

মমতা বন্দ্যোপাধ্যায়,চাকরি,mamata Banerjee,job,bengali,bengali news,কর্মই ধর্ম,কর্ম ভূমি,karma bhumi

http://karmabhumi.nltr.org এর মাধ্যমে রাজ্যের একটা বিরাট অংশের আইটি তে চাকরি ছেড়ে আসা বা আইটিতে চাকরি করা যুবক যুবতীর কর্মসংস্থান এর সুযোগ করে দিয়েছিল রাজ্য সরকার।

সঞ্জয় দাস, পশিমবঙ্গ সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের যুগ্মসম্পাদক শুক্রবার রাতে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ওয়েবিনারে বক্তব্য রাখেন।  এই বক্তব্যে তিনি বলেন, প্রায় ৪১,০০০ পেশাদার ও ৪০০ জন নিয়োগ সংস্থা  নিজেদের এই পোর্টালের তালিকাভুক্ত করেছে।

তিনি আরো জানান, অ্যাপের মাধ্যমে ৮০০০ এরও বেশি চাকরি হয়েছে।  এমনকি, সিঙ্গাপুরের একজন নিয়োগকর্তা এখান থেকে দু’জন এআই পেশাদারকে বেছে নিয়েছেন।

পাশাপাশি এদিন ‘কর্মই ধর্ম’ নামের একটি প্রকল্পেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রকল্প উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন,  এর মধ্য দিয়ে ২ লাখের বেশি যুবক যুবতী উপকৃত হবে।

প্রকল্প উদ্বোধন করার সময় মুখ্যমন্ত্রী বলেন, কোনো কাজই ছোট নয়। ২ লাখ বেকারের কর্মসংস্থান হলে তাতে অন্তত দশ লাখ মানুষের পেট ভরবে। এই প্রকল্পটিতে রাজ্যের বেকার যুবক যুবতীদের বাইক কেনার জন্য সহজ শর্তে ঋণ দেবে রাজ্য সরকার।

এই কাজের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন মাছ বিক্রেতাদের কথা। তিনি বলেন যারা ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন তাদের সাইকেলের পিছনে ঠান্ডা বাক্স থাকে। একই ভাবে কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে নেওয়া এই ঋণ নিয়ে বাইক কিনে সেই বাইকে বক্স লাগিয়ে কেউ ঘুরে ঘুরে শাড়ি বিক্রি করে বা ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারবে।

সম্পর্কিত খবর