নাপিত-ধোপাদের জন্য ৫ হাজার টাকা, মোট ১৬১০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করল ইয়েদুরাপ্পা

বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা (BS Yediyurappa) বুধবার ১ হাজার ৬১০ কোটি টাকার ত্রাণ প্যাকেজের ঘোষণা করলেন। যারা করোনার কারণে কাজ হারিয়েছেন, সরকার তাদের আর্থিক সাহায্য দেবে। আরেকদিকে, মদের উপর ১১ শতাংশ অত্যাধিক শুল্ক চাপানোরও ঘোষণা করেন তিনি।

লকডাউনের মধ্যে সমস্যার সন্মুখিন ফুল চাষিরা ফুলের চাহিদা কোন থাকার কারণে নিজের ফলন নষ্ট করে দিয়েছে। সরকার অনুমান লাগিয়েছে যে, কৃষকদের প্রায় ১১ হাজার ৬৮৭ হেক্টর ফুলের চাষ করেছিল আর সেই ফসল নষ্ট করে দেওয়ার জন্য চাষিদের প্রতি হেক্টর অধিকতম ২৫ হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই সাহায্য শুধু তাদের জন্যই, যারা ফুলের চাষ নষ্ট করেছিল।

এছাড়াও সবজি আর ফল চাষিদের আর্থিক প্যাকেজ দেওয়া কথা ঘোষণা করেছে সরকার। শুধু তাই নয়, সরকার শহর আর গ্রামীণ দুই এলাকাতেই নাপিত আর ধোপাদেরও আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে।

সরকার ৬০ হাজার ধোপাদের আর প্রায় ২ লক্ষ ৩০ হাজার নাপিতদের একবারের জন্য ৫ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। প্রায় সাত লক্ষ অটো রিকশা আর ট্যাক্সি ড্রাইভার যারা লকডাউনের কারণে কাজ হারিয়েছেন, তাদের প্রত্যেককে এককালীন ৫ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা করেছে।

এছাড়াও ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য বিদ্যুত বিলের ফিক্সড চার্জ মাফ করেছে। এছাড়াও সরকার জানিয়েছে যে, যারা বিদ্যুতের বিল দিতে পারছে না, তাদের বিল ৩০ জুন ২০২০ পর্যন্ত কাটা হবে না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর