পড়ুয়াদের হাত থেকে জোর করে খুলে নেওয়া হল রাখি! তুলকালাম কাণ্ড স্কুলে

বাংলা হান্ট ডেস্কঃ রাখি উৎসবকে কেন্দ্র করেও বাঁধলো বিতর্ক। কেন্দ্রস্থল কর্ণাটকের (Karnataka) একটি স্কুল। রাখি উৎসবকে কেন্দ্র করে ম্যাঙ্গালোরের একটি স্কুলের ঘটনা সামনে আসায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, স্কুলের শিক্ষকরা পড়ুয়াদের হাত থেকে রাখি খুলতে বাধ্য করে। এমনকি, পরবর্তীতে সেই সকল রাখিগুলি নিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় বলেও গুরুতর অভিযোগ সামনে এসেছে।

উল্লেখ্য, রাখি উৎসকে কেন্দ্র করে এহেন ঘটনা সামনে আসার পরেই সকল অভিভাবকদের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন গঠন পাঠন শুরু হওয়ার পরে স্কুলের বাইরে বহু অভিভাবক বিক্ষোভ দেখান। ঘটনাটি ঘটেছে কর্নাটকের ম্যাঙ্গালোরের কাটিপাল্লির ইনফ্যান্ট মেরি ইংলিশ মিডিয়াম স্কুলে। পড়ুয়াদের অভিযোগ, রাখি উৎসবকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা। এক্ষেত্রে সকল পড়ুয়াদের হাতে রাখি পড়ে থাকতে দেখেই সেগুলিকে জোরপূর্বক খুলতে বাধ্য করেন শিক্ষকরা। এমনকি, পরবর্তীতে সেগুলি ডাস্টবিনে ফেলে দেওয়া হয় বলেও জানা গিয়েছে।

ঘটনাটি সামনে আসতেই অভিভাবকদের পাশাপাশি এলাকার বহু হিন্দু সংগঠনও বিক্ষোভে সামিল হয়। এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ জাহির করে তারা। উত্তেজনা ছড়াতেই ইংলিশ মিডিয়াম স্কুলের ফাদার সন্তোষ লোবো জানান, “অভিযোগ সামনে আসার পরই আমরা সকলকে নিয়ে একটি বৈঠক আয়োজন করি। এই কাজটি যারা ঘটিয়েছে, তারা সকলেই ক্ষমা চেয়ে নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত করা গিয়েছে।”

Rakhi

এছাড়াও তিনি বলেন, “আসলে পড়ুয়াদের হাতে থাকা রাখিগুলিকে শিক্ষকরা ‘ফ্রেন্ডশিপ ব্যান্ড’ ভেবে বসে। আমাদের স্কুলে রাখি পড়ে আসাকে কেন্দ্র করে কোনরকম নিষেধাজ্ঞা নেই। কেবল একটি ভুল বোঝাবুঝির জন্যই এই ঘটনাটি ঘটেছে। এক্ষেত্র ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করার কোন রকম উদ্দেশ্য ছিল না।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর