হাজার হাজার বছরের ঐতিহ্য বদলাল কাশী বিশ্বনাথ মন্দিরের! রাস্তায় আরতি করল মহন্তের পরিবার

বাংলা হান্ট ডেস্কঃ কাশী বিশ্বনাথ মন্দিরের (Shri Kashi Vishwanath Temple) হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য বদলে গেলো। কাশী বিশ্বনাথ মন্দিরের মহন্ত পরিবারের পুরোহিতরা মন্দিরে প্রবেশ করার থেকে ক্ষুব্ধ হয়ে রাস্তার মধ্যে সপ্ত ঋষির আরতি করলেন। মহন্ত পরিবারের পুরোহিতরা আরতির সময় বাবা কাশী বিস্বনাথের পার্থিব শিবলিঙ্গ বানিয়ে সেটির জলাভিষেক এবং দুগ্ধাভিষেকও করা হয়। এছাড়াও বৈদিক মন্ত্রের পাঠ করে সপ্ত ঋষির আরতি মাঝ রাস্তাতেই করেন পুরোহিতরা।

kashi 1

এখনো পর্যন্ত হাজার হাজার বছর পুরনো এই ঐতিহ্য বাবা বিশ্বনাথ মন্দিরের মহন্ত পরিবারের সদস্য দ্বারা বহন করা হত। কিন্তু এই পরম্পরা তখন ভেঙে যায়, যখন কাশী বিশ্বনাথ মন্দির প্রশাসন আরতি করতে যাওয়া মহন্ত পরিবারের পুরোহিতদের রাস্তাতেই আটকে দেয় আর মন্দিরে প্রবেশ করতে দেয় না।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মহন্ত পরিবারের পুরোহিতরা বিশ্বনাথ মন্দিরের গেট নম্বর ৪ এ একত্রিত হয়ে সবার আগে ফুলমালা দিয়ে বাবা বিশ্বনাথের পার্থিব শিবলিঙ্গ বানায়, এরপর বৈদিক মন্ত্র পাঠ করে শিবলিঙ্গের জলাভিষেক আর দুগ্ধাভিষেক করে সপ্ত ঋষির পুজো করা হয়।

এই অবসরে উপস্থিত কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান পুরোহিত এবং মহন্ত পরিবারের বরিষ্ঠ সদস্য শশি ভূষণ ত্রিপাঠি বলেন, ওনার পরিবার কাশী বিশ্বনাথ মন্দিরে সপ্ত ঋষির আরতি হাজার হাজার বছর ধরে করে আসছে, কিন্তু বৃহস্পতিবার সপ্ত ঋষির আরতির জন্য মন্দিরে যাওয়ার সময় তাদের আটকে দেওয়া হয় এবং মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর