কাশ্মীরের ভূমিকম্পে বাড়লো মৃতের সংখ্যা, ধ্বংসের ছাপ কাশ্মীর জুড়ে

বাংলাহান্ট ডেস্ক: গতকাল বিকেল পাঁচটা নাগাদ কাশ্মীরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহর ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।পাকিস্তানের ইসলামাবাদ, খাইবার, লাহোর, পাখতুণখোয়া এলাকাতেও এই ভূমিকম্প অনুভূত হয়।এই কম্পন শুধু পাকিস্তানেই সীমাবদ্ধ থাকেনি। দিল্লি, চন্ডিগড় কাশ্মীর হিমাচল এর কিছু অংশতেও ভূমিকম্পন অনুভূত হয়।

এই ভূমিকম্পের জেরে বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে বহু লোক ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৩০০ জনেরও বেশি মানুষ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ এলাকাগুলিতে মঙ্গলবার রাতেই ত্রাণ বিতরণ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানান ভূমিকম্পের আতঙ্কে অনেকে সারারাত বাড়ির বাইরে কাটায়। ক্ষতিগ্রস্থ এলাকাগুলিতে উদ্ধারকার্য চলছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৩৭ জন। প্রশাসন জানিয়েছেন নিহতদের মধ্যে রয়েছেন নারী-পুরুষ ও শিশু।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এবং সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্থদের সাহায্য করতে। কাশ্মীরের এক পুলিশ অফিসার জানিয়েছেন, “পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, জনমনে আতঙ্ক খানিকটা কমে এসেছে “

সম্পর্কিত খবর