বড় খবরঃ জম্মু কাশ্মীরের বান্দিপোরা থেকে গ্রেফতার সাত কুখ্যাত জঙ্গি

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামা জেলার ত্রালে শনিবার সকালে জঙ্গি (Terrorists) আর সেনার মধ্যে এনকাউন্টার (encounter) শুরু হয়। এই এনকাউন্টার এখনো চলছে বলে খবর। এই এনকাউন্টারে সেনা জইশ এ মোহম্মদ (Jaish-e-Mohammed) এর এক টপ কম্যান্ডার ইয়াসির আর অন্য দুজনকে ঘিরে ফেলেছে বলে জানা যাচ্ছে।

সুত্র অনুযায়ী, ইয়াসির জইশ এর জন্য ফিদাইন হামলাকারী তৈরি করত। দীর্ঘদিন ধরেই সেনা এই জঙ্গির উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছিল। আরেকদিকে, জম্মু কাশ্মীরে আরেকটি বড়সড় সফলতা পেলো সেনা। ভারতীয় সেনা জওয়ানেরা বান্দিপোরা থেকে সাত জঙ্গিকে গ্রেফতার করেছে।

আপনাদের জানিয়ে রাখি, শুক্রবার ইয়াসির এর সহযোগী আবু সৈফুল্লা (আবু কাসিম)কে সেনা এনকাউন্টারে খতম করেছিলে। কাশিমকে দক্ষিণ কাশ্মীরে সেনা একটি এনকাউন্টারে খতম করেছে। সুত্র অনুযায়ী, কাশিম দক্ষিণ কাশ্মীরের ত্রলে এক বছরের উপর জঙ্গি গতিবিধি চালাচ্ছিল।

পুলিশের অনুযায়ী, মৃত জঙ্গি পাঁচ আগস্ট জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর কয়েকটি হত্যা কাণ্ডে যুক্ত ছিল। শোনা যাচ্ছে যে, সে ভারত বিরোধী পোস্টারও লাগিয়েছিল সেই সময়। আর ওই পোস্টারে এসপিও এবং অ-কাশ্মীরি মজদুরদের কাশ্মীর ছারার হুমকি দেওয়া হয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর