কাশ্মীর পুলিশ প্রধানের দাবি ৬দিনে একটাও গুলি চালানো হয়নি

বাংলাহান্ট ডেস্ক: কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং দাবি করেছেন, ‘সংবিধানের ৩৭০ ধারা বিলোপ এর পর থেকে উপত্যকায় উত্তেজনা ছিল ঠিকই, তবে হিংসার ঘটনা ঘটেনি। গত ৬ দিনে একটা গুলি চলেনি কাশ্মীরে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে।’

images 2019 08 11T115144.620

জম্মু-কাশ্মীরের বিশেষ স্বাধীনতা লাভ করে তাকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছেন ভারত। ভারতের এই পদক্ষেপের পরেই কাশ্মীর জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য বেশ কিছুদিন বন্ধ ছিল ইন্টারনেট ব্যবস্থা। কাশ্মীর জুড়ে চলছিল কারফিউ। তবে কয়েকদিন আগে এর স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। ভারত সরকার সাময়িকভাবে ইন্টারনেট ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ঈদে কাশ্মীর থেকে চলে যাওয়া কাশ্মীরীরা যদি ফিরে এসে ঈদ উদযাপন করতে পারে তাই জন্যই ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

তবে ভারতীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাশ্মিরিদের আহত হওয়ার বহু ছবি প্রকাশ পেয়েছিল। এদিন কাশ্মীর পুলিশ প্রধান এইসব উড়িয়ে দিয়ে দাবি করেছে গত ৬ দিনে নাকি গুলি চলেনি কাশ্মীরে।

সম্পর্কিত খবর