সেনার গাড়ি ভেবে নিরীহ কাশ্মীরি ট্রাক চালকেরই প্রাণ কেড়ে নিলো পাথরবাজেরা!

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে পাথরবাজদের তাণ্ডবে এক নিরীহ কাশ্মীরি ট্রাক চালকের মৃত্যু হল। এই ঘটনা দক্ষিণ কাশ্মীরে হয়েছে। এই ঘটনার পর দুই জনকে গ্রেফতার করা হয়েছে। শোনা যাচ্ছে যে, অনন্তনাগ দিয়ে একটি ট্রাক যাচ্ছিল, তখন পাথরবাজেরা ওই ট্রাকে সেনার গাড়ি ভেবে আক্রমণ চালায়। পাথরবাজদের তাণ্ডবে স্থানীয় এক ট্রাক চালকের মৃত্যু হয়। মাথায় চোট লাগার পর ট্রাক চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সেখানে চিকিৎসা চলাকালীন ওনার মৃত্যু হয়।

file

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় এক ট্রাকে পাথরবাজিদের আক্রমণে ট্রাক চালকের মৃত্যুর পর দুই পাথরবাজকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অনন্ত নাগের বজবেহারা এলাকায় জরিদপোরা থেকে ট্রাক চালকের হত্যার মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এর সাথে সাথে আরও ছয়জন ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানায়, মোহম্মদ ডার (৪২) নামের এই ট্রাক চালক অনন্তনাগের হারিদপুরা এলাকার বাসিন্দা, আর ঘটনার সময় সে ট্রাক নিয়ে বাড়ি ফিরছিল। আর সেই সময় পাথরবাজেরা ট্রাকটিকে ভুল করে সেনার ট্রাক ভেবে বসে। আর এরপর ওই ট্রাকে পাথর বৃষ্টি শুরু করে তাঁরা। চালকের মাথায় চোট লাগার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানায়, পাথরবাজেরা সাধারণ মানুষকে লক্ষ করেও পাথর ছুড়ছিল। আর এই মাসের প্রথমে এই পাথরবাজদের কারণেই শ্রীনগরে ১১ বছর বয়সী এক বাচ্চার চোখে গুরুতর চোট লেগেছিল। জম্মু কাশ্মীর পুলিশের মহানির্দেশক দিলবাগ সিং পুলিশকে অভিযুক্তদের গ্রেফতার করতে, এবং তাঁদের উপর কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর