হাসপাতালের কাছাকাছি রাখা হোক চিকিৎসক ও নার্সদের: নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (corona) মোকাবিলায় সর্বতোভাবে প্রস্তুত থাকতে চায় রাজ্য। সরকারি হাসপাতালগুলোকে (government hospitals) মুখ্যমন্ত্রী (Chief Minister) নির্দেশ দিয়েছেন, হাসপাতালগুলোর কাছাকাছি যে সব হোটেল বা গেস্ট হাউস আছে, সেখানে রাখতে হবে চিকিৎসক, নার্স ও চিকিৎসাকর্মীদের। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁরা সেখান থেকেই যাতায়াত করবেন। এজন্য সবরকম ব্যবস্থা করবে সরকার। বেসরকারি হাসপাতালগুলোকেও একই অনুরোধ করা হবে।

এন আরএস (NRS) হাসপাতালের থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবার থেকে স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে থেকেই করোনা সংক্রমিত রোগীদের পরিষেবা দেবেন। স্বাস্থ্যকর্মীদের জন্য হাসপাতালেই থাকা ও খাবার ব্যবস্থা ও করা হয়েছে। এর সাথে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে আরো ৫ টি ও সারা দেশে ৭৯ টি বেসরকারি প্রতিষ্ঠানের পরীক্ষাগারকে করোনা পরীক্ষা করার জন্য অনুমোদন দিয়েছে। রাজ্যের যেসমস্ত বেসরকারি হাসপাতালে এই অনুমোদন দেওয়া আছে সেগুলি হল।

APOLLO হসপিটাল, SRL লিমিটেড রেফারেন্স ল্যাবরেটরি, সল্টলেক সিটি, SRL লিমিটেড ফর্টিস হাসপাতাল, আনন্দপুর, ইএম বাইপাস, সুরক্ষা ডায়াগনস্টিক, নিউটাউন, মেডিকা সুপার স্পেশ্যালিটি হসপিটাল, কলকাতা।

পশ্চিমবঙ্গে(West Bengal) ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৭। গতকাল কলকাতার একই পরিবারের ৩ জন আক্রান্ত হয়েছেন। গতকাল থেকে এখনো পর্যন্ত ভারতে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সম্পর্কিত খবর