Kem chho, Mr President! হাউডি মোদির ধাঁচে ট্রাম্পকে স্বাগত জানাবে গুজরাত

বাংলা হান্ট ডেস্কঃ   আগামী মাসেই ভারত সফরে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তার প্রস্তুতি পর্ব এখন থেকেই শুরু করে দিয়েছে নয়াদিল্লি । ট্রাম্পকে স্বাগত জানাতে এক নতুন পরিকল্পনার কথা ভাবা হয়েছে ভারতের তরফে । হাউডী মোদির ধাঁচে  আয়োজিত হতে পারে কেম ছো মিঃ প্রেসিডেন্ট ।

   

২০১৯ সালের সেপ্টেম্বর মাসে আমেরিকার হিউস্টনে আয়োজিত হয়েছিল মেগা ইভেন্ট হাউডি মোদি । সারা দুনিয়ার সামনে প্রদর্শিত হয়েছিল নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের এক চিত্র । এবার সেই আপ্যায়ন ফিরিয়ে দেওয়ার পালা ভারতের । তাই ভাবা হচ্ছে ট্রাম্পকে স্বাগত জানাতে এক নতুন পরিকল্পনার কথা । গুজরাতের আহমেদাবাদেই আয়োজিত হবে এই অনুষ্ঠান । তবে সরকারিভাবে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ।

গুজরাটি বংশোদ্ভূত আমেরিকানরা এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলেও জানা গিয়েছে। আমেরিকা ও ইউকে-তে ভারতীয় বংশোদ্ভূতদের একটা বড় ভোট ব্যাংক আছে। ট্রাম্প হ্যান্ডলারদের মত, ভারতে হাউডি ট্রাম্প জাতীয় অনুষ্ঠান আয়োজিত হলে আগামী নির্বাচনে লাভ হতে পারে প্রেসিডেন্টের।

সম্প্রতি ইউএসএ-র সঙ্গে বৈঠকও হয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর । তখনই মার্কিন প্রেসিডেন্টকে ভারত সফরের আহ্বান জানানো হয়েছিল ।

সেই আমন্ত্রণেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । নির্দিষ্ট দিনক্ষণ ঠিক না হলেও আগামী ফেব্রুয়ারী মাসে ভারতের মাটিতে পা রাখতে পারেন ট্রাম্প । প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে দুই পক্ষের কূটনৈতিক স্তরের মধ্যে ।

চাপের মুখে ভারতকে পাশে পেতেই কী ট্রাম্পের এই সফর? সেরকমই কিছু একটা মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে বিনিয়োগ টানতেও মরিয়া ভারত সরকার । তাই, ট্রাম্পের এই সফর দুই দেশেরর মধ্যেই বাণিজ্যিক সম্পর্ককে আরও পোক্ত করবে বলে মনে করছে ওয়াকিবহাল ।

 

সম্পর্কিত খবর