করোনা যুদ্ধঃ আসাম, কেরল ও উড়িষ্যা হারাচ্ছে করোনা ভাইরাসকে

ভারতের ৩২৫ টি জেলা রয়েছে, যেখানে কোনও নতুন করে করোনা আক্রান্ত হয়নি। য মাহে পুডুচেরির এমন একটি জেলা যেখানে গত ২৮ দিন থেকে কোনও ইতিবাচক মামলা পাওয়া যায়নি। এমনকি এরকম অনেক রাজ্যে রয়েছে যেখানে গত ১৪ দিনের জন্য কোনও ধরণের ইতিবাচক ঘটনা পাওয়া যায়নি।

বর্তমানে আক্রান্ত হয়েছে প্রায় হাজার তেরো। মারা গেছে প্রায় চারশো কুড়ি।নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই।

tikaaa

কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত‍্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস। সেখানে এখন চলছে মৃত‍্যু মিছিল। মানুষ আটকা পড়েছে ঘরের মধ‍্যে।বাদ যায়নি ভারতও। দেখতে দেখতে করোনার থাবা বসিয়েছে এই দেশেও। আক্রান্তের সংখ‍্যা পার করেছে প্রায় তেরো হাজার। আগামী ৩রা মে পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন।

করোনার ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ওড়িশা একটি উজ্জ্বল দৃষ্টান্ত। খুরদার ৪৬ জন রোগীর মধ্যে ১২ জন রোগী পুরোপুরি সুস্থ হয়েছেন। করোনার মোট আক্রান্ত পাওয়া গেছে এবং এর মধ্যে চার জন একা খুরদা জেলা থেকে। এছাড়াও , সুন্দরগড়, কেন্দ্রপাড়া, কালাহান্দি, জাজপুরে ৩ টি আক্রান্তর খোঁজ মিলেছল । কিন্তু টাও পরিস্থিতি স্বাভাবিক।

সম্পর্কিত খবর