ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করে মৃত মেয়ের স্মৃতিতে কান্নায় ভেঙ্গে পড়লেন লুনা, সমবেদনা জানালেন লাল-হলুদ ভক্তরাও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়ে গিয়েছে হিরো ইন্ডিয়ান সুপার লিগের নবম মরশুম। গতকাল প্রথম ম্যাচে কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচে শুধুমাত্র প্রথম ৩০ মিনিট দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তারপর হোম টিম ম্যাচের আগাগোড়া দখল নিজেদের হাতে নিয়ে নেয়।

   

গতকাল ম্যাচের প্রথমার্ধে কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধে চারটে গোল হয়। ৩-১ ফলে হারের মুখ দেখতে হয় ইস্টবেঙ্গলকে। ভারে ভারে তাড়াতে এখনো বাকি দলগুলো চেয়ে অনেকটা পিছিয়ে, একটা ম্যাচই সেটা স্পষ্ট করে দিল। ৭২ মিনিটে প্রথম গোল করার পর ৮২ এবং ৮৯ মিনিটে কালিঝুনির জোড়া গোল ইস্টবেঙ্গলের কফিনে আরো দুটি পেরেক পুঁতে দেয়। মাঝে ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যালেক্স লিমা গোল করে ব্যবধান কমিয়েছিলেন। কিন্তু তা যথেষ্ট ছিল না ম্যাচে ফেরার জন্য।

ম্যাচে পুরোপুরি দাপট নিয়ে খেলতে ঢাকা কেরালা আরো অনেক আগেই গল্পে যেতে পারত কিন্তু ইস্টবেঙ্গল গোলরক্ষক কোনক্রমে লাল-হলুদ ক্রিকেটের পতন রোধ করে যাচ্ছিলেন। কিন্তু শেষপর্যন্ত তারই আউটিংয়ের একটা মিস জাজমেন্ট থেকে ইস্টবেঙ্গল প্রথম গোলটি খায়। হরমনজ্যোৎ খাবরার লং বল থেকে দুর্দান্ত ভলি মেরে কেরালা কে এগিয়ে দিয়েছিলেন আদ্রিয়ান লুনা।

এরপর ইউক্রেনের ফুটবলার কালিঝুনি দর্শকদের যাবতীয় নজর কেড়ে নিলেও অনেক ফুটবলপ্রেমীই কেরালা ব্লাস্টার্সের প্রথম গোলের পরে লুনার মুখের অভিব্যক্তি খেয়াল করে দেখেছিলেন। তিনি বাচ্চাদের মত কাঁদছিলেন এবং দীর্ঘক্ষণ গোলের পর মাঠে উপুড় হয়ে শুয়েছিলেন। লুনা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন নিজের সদ্যপ্রয়াত ৬ বছর বয়সী মেয়ে জুলিয়েটের কথা ভেবে। তারপর নিজের হাতে আঁকা তার কন্যার ট্যাটুর দিকে ইঙ্গিত করে গোলটি তাকে উৎসর্গ করেন তিনি।

চলতি বছরের এপ্রিলে মাসেই নিজের মেয়েকে হারিয়েছিলেন লুনা। ফুসফুসের রোগে ভুগে মারা গিয়েছিল তার ছোট্ট কন্যা। তাই নিজের গোলটি নিচে যে সদ্যপ্রয়াত কন্যাকে উৎসর্গ করেছেন উরুগুয়ের ফুটবলার। গোলের পর ক্রন্দনরত লুনাকে এসে সান্ত্বনা দিতে থাকেন খাবরা, জেসেলরা। ম্যাচের পরে অনেক ইস্টবেঙ্গল ভক্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লুনাকে সমবেদনা এবং গোলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর