২০১৮ এর কেরলের বিধ্বংসী বন্যার ত্রাণের টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে পলাতক সিপিএম নেতা

বাংলা হান্ট ডেস্কঃ সিপিআইএম (CPIM) শাসিত কেরল (Kerala) থেকে একটি দুর্নীতির মামলা সামনে এসেছে। এই মামলা ২০১৮ এর বন্যা ত্রাণের সাথে যুক্ত। রিপোর্ট অনুযায়ী, ২০১৮ এর বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ত্রাণের টাকা স্থানীয় সিপিআইএম নেতা আনোয়ার (M.A Anwar) এর অ্যাকাউন্টে ট্র্যান্সফার করা হয়েছিল। এর্নাকুলম জেলার জেলাশাসক এস. সুহাস জানান, এটা ইচ্ছাকৃত ভাবে করা হয়েছিল।

বন্যা ত্রাণের জন্য ১০ লক্ষ টাকা স্থানীয় সিপিএম নেতা এমএ আনোয়ার এর অ্যাকাউন্টে ট্র্যান্সফার করা হয়েছিল। আনোয়ার থিক্কাক্করা এর সিপিএম লোকাল কমিটির সাথে যুক্ত। প্রাথমিক তদন্তে জানা গেছে যে, ২০১৯ কালেক্টর অফিসে বন্যা ত্রাণ কোষে ৩২৫ জন দুর্গতদের নাম ঠিকঠাক পাওয়া গেছিল না। আর সেই ভুয়ো নামের গুলোর জন্য যেই টাকা বরাদ্দ করা হয়েছিল, সেটি সিপিএম নেতা আনোয়ারের অ্যাকাউন্টে ট্র্যান্সফার করা হয়েছিল।

   

এই দুর্নীতির মামলা সামনে আসতেই জেলা কালেক্টর বন্যা ত্রাণ বিভাগের ক্লার্ক বিষ্ণুপ্রসাদকে সাসপেন্ড করে দেন। জেলাশাসক বলেন, উনি আনোয়ারের অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নিয়ে নিয়েছেন। জেলাশাসক এও জানান যে, এই ব্যাপারে আর অন্য কোন মামলা সামনে আসেনি।

স্থানীয় পত্রিকা মাতৃভূমির রিপোর্ট অনুযায়ী, বিষ্ণুপ্রসাদ আর তাঁর বন্ধু পোলাচিতে একটি পোল্টি ফার্ম কিনেছিলেন। আর এটার টাকা মেটানর জন্য বিষ্ণুপ্রসাদ তাঁর বন্ধু মহেশ এবং সিপিএম নেতা আনোয়ার মিলে বন্যা ত্রাণের পয়সা নিজের অ্যাকাউন্টে ট্র্যান্সফার করেন। এই মামলায় বিষ্ণুপ্রসাদকে গ্রেফতার করেছে পুলিশ। আর সিপিএম নেতা আনোয়ার এবং বন্ধু মহেশ এখনো পলাতক।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর