কেরালার পাহাড়ি শহর ধূলিসাৎ কয়েক মিনিটে, আতঙ্কিত পাহাড়বাসী

বাংলা হান্ট ডেস্ক : কাভাল্লাপারা থেকে চার কিলোমিটার দূরে পাথার। যেদিন বিকেলে হড়কা বান ও ভূমি ধসে ধুয়ে-মুছে যায় পাথার, সেদিনই কাদার ধরে কাভাল্লাপারায় মাটির সঙ্গে মিশে যায় ৪০টি বাড়ি, ধসের নীচে চাপা পড়েন অন্তত ৫০ জন।
তবে গভীর রাতে এই হড়কা বান এলে বহু মানুষের মৃত্যু হত বলে আশঙ্কা করা হচ্ছে। এই বন্যার তোড়ে পাথারে ২০-২৫টি বাড়ি ভেসে গিয়েছে বলে জানা যায়। 

তবে নদীর জলস্তরের সমানে বাড়া আর পাহাড় থেকে ভেসে আসা গর্জনে সাবধান হয়ে আগেই এলাকা ছাড়েন পাথারবাসী।তাই বহুজনের মৃত্যু রোধ করা সম্ভব হয়েছে।

প্রসঙ্গত কেরালার পটুকাল্লু পঞ্চায়েত এলাকার ছোট পাহাড়ি জনপদ পাথার। কয়েকটা মাত্র দোকান, একটা কালচারাল সেন্টার, একটা মসজিদ আর কয়েকটা বাড়ি নিয়ে এই জনপদ প্রবল বন্যার তোড়ে মাত্র কয়েক মিনিটেই ধুয়ে-মুছে গেল। এখন সেখানে এবড়ো খেবড়ো নুড়ি-পাথরে ভরা খানিকটা ফাঁকা পরিত্যক্ত জমি ছাড়া আর প্রায় কিছুই রইলনা
পড়ে।

সম্পর্কিত খবর