ভারতীয় দূতাবাসে খালিস্তানি হামলার জের, সান ফ্রান্সিস্কোতে প্রবাসী ভারতীয়দের বিক্ষোভ

বাংলা হান্ট ডেস্ক : খালিস্তান (Khalistan) ইস্যুতে পাঞ্জাবে যে বিক্ষোভ শুরু হয়েছে তার আঁচ এসে পৌছেছে পশ্চিমী এই দেশগুলিতেও। বেশ কিছুদিন আগেই লন্ডনে (London) খালিস্তানপন্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে সমস্যার সৃষ্টি হয়। চাপা উত্তেজনার মধ্যেই এবার সানফ্রান্সিসকোতে (San Francisco) ভারতীয় দূতাবাসে অশান্তির সৃষ্টি করে খালিস্তানপন্থীরা। এই ঘটনার প্রতিবাদে আমেরিকার প্রবাসী ভারতীয়রা বিক্ষোভ দেখান ভারতীয় দূতাবাসের বাইরে।

গত শুক্রবার এই বিক্ষোভ দেখানো হয়। এক হাতে ভারতের তেরঙ্গা এবং অপর হাতে আমেরিকার জাতীয় পতাকা নিয়ে সম্প্রীতির বার্তা পৌঁছে দেন তাঁরা। বিক্ষোভকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রবাসী ভারতীয় যুধাজিৎ মজুমদার। তিনি বলেন, ‘আজ সানফ্রান্সিসকোর বুকে হাজার হাজার প্রবাসী ভারতীয়রা জড়ো হয়েছেন। আমরা দেখেছিলাম কয়েকদিন আগেই ভারতীয় দূতাবাসে হামলা হয়। এই হামলা চালায় খালিস্তানিরা। প্রবাসী ভারতীয়দের কাছে এটা খুবই দু:খের বিষয়। আজ শুক্রবার। অফিসের দিন। তাও সবাই অফিস বন্ধ করে এখানে বিক্ষোভ দেখাতে এসেছেন। এখানে অনেক বাঙালিও উপস্থিত রয়েছেন।’

us

যুধাজিৎবাবু আরও বলেন, ‘আমরা বিদেশে থাকি। তাও ভারত মা যখন আক্রান্ত হয় তখন আমাদের খারাপ লাগে। খালিস্তানি হামলার বিরুদ্ধে আমরা আজ শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছি। ভারতের সঙ্গেই আছি আমরা, এই বার্তাই আজ দিতে চাই।’ এরপরই বিক্ষোভকারীদের ‘বন্দেমাতরম’ স্লোগানও দিতে শোনা যায়।

এর আগে, নিরাপত্তাহীন লন্ডন দূতাবাসের বাইরে একত্রিত হন খালিস্তান পন্থীরা। ব্যালকনিতে উঠে জাতীয় পতাকা খুলে ফেলার চেষ্টা করা হয়। যার জেরে প্রচন্ড ক্ষুব্ধ হয় ভারত। ডেকে পাঠানো হয় ভারতে নিযুক্ত ব্রিটটেনের রাষ্ট্রদূতকে। একইভাবে সানফ্রান্সিসকোতেও ঘটে বিক্ষোভ। ভারত একযোগে লন্ডন এবং আমেরিকাকে কড়া সুরে বার্তা দেয়।

us 2

পাঞ্জাবে বিশৃঙ্খলা তৈরির কারনে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অমৃপাল সিং এর অন্যান্য সহযোগীদের। যদিও অমৃতপাল সিং এখনও অধরা। তার খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পাঞ্জাব পুলিস।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর