গান্ধী পরিবারের ট্রাস্ট গুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করল হরিয়ানা সরকার, রাজ্য জুড়ে চলবে জমি তল্লাশি অভিযান

বাংলা হান্ট ডেস্কঃ হরিয়ানার খট্টর (Manohar Lal Khattar) সরকার দ্বারা রাজ্যে চালানো রাজীব গান্ধী ফাউন্ডেশন, রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট আর ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট এর জমির তথ্য জোটানোর কাজে লেগে পরেছে। হরিয়ানার মুখ্য সচিব নগর স্থানীয় সংস্থা বিভাগের সচিবকে চিঠি লিখে অতি শীঘ্রই রাজ্যে এই তিনটি ট্রাস্টকে দেওয়া জমির তথ্য চেয়ে পাঠিয়েছে। মুখ্য সচিব জানতে চেয়েছেন যে, এই ট্রাস্ট গুলোকে রাজ্য জমি দেওয়া হয়েছে নাকি? আর যদি দেওয়া হয়ে থাকে থাওলে কোথায় কোথায় আর কত খানি জমি দেওয়া হয়েছে।

   

নগর স্থানীয় সংস্থা বিভাগের সচিবও নিজের বিভাগের সমস্ত আধিকারিকদের অতি শীঘ্রই এই তথ্য জড় করার নির্দেশ দিয়েছেন। দেশজুড়ে এই তিনটি ট্রাস্টের লেনদেন আর জমির তদন্ত করার জন্য একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটিই হরিয়ানা সরকারের কাছে এই তথ্য চেয়ে পাঠিয়েছিল। সম্প্রতি রাজীব গান্ধী ফাউন্ডেশন দ্বারা চীনের দূতাবাস থেকে কয়েক কোটি টাকা ফান্ড নেওয়ার তথ্য সামনে আসার পরই এই তদন্ত কমিটি গঠন হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর