‘খেলা হুইবে’, দেবাংশুর ‘খেলা হবে’র অনুকরণে গান বাঁধল অখিলেশের সপা, ভিডিও ভাইরাল

বাংলাহান্ট ডেস্কঃ সামনেই রয়েছে উত্তরপ্রদেশ (uttar pradesh) নির্বাচন। চলছে নির্বাচনী তোরজোড়। ইতিমধ্যেই সেখানে বিজেপির হয়ে গান বেঁধে ফেলেছেন গায়ক-অভিনেতা তথা রাজনীতিবিদ নিরাহুয়া। এবার পাল সমাজবাদী পার্টির (Samajwadi Party)। ‘খেলা হবে’র অনুকরণেই ‘খদেরা হুইবে’ নতুন গান বাঁধল সপা।

   

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের (Akhilesh Yadav) মধ্যে বেশ একটা সুসম্পর্ক রয়েছে। তাই আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে বাংলার ‘দিদির’র খেলা হবে’র অনুকরণেই নতুন নির্বাচনী প্রচারমূলক গান তৈরি করল সমাজবাদী পার্টি।

বাংলায় বিধানসভা নির্বাচনের পূর্বে বাংলার প্রতিটি ঘরে ঘরে যেমন ‘খেলা হবে’ শ্লোগানে মেতে উঠেছিল বঙ্গবাসী, তেমনভাবেই ধারণা করা হচ্ছে এবার উত্তরপ্রদেশেও ছেয়ে যাবে আওয়াধি ও ভোজপুরী ভাষার ‘খদেরা হুইবে’। আর এই বিধানসভা নির্বাচনের ফলের মধ্যে দিয়েই আসন্ন লোকসভা নির্বাচনের ফল ইঙ্গিত করা যাবে বলেও অনুমান বিশেষজ্ঞদের।

শুধু গানই নয়, সেই সঙ্গে ‘সমাজবাদী সুগন্ধ’ নামে এক সুগন্ধীও বাজারে এনেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। কনৌজের এক সমাজবাদী নেতা দলীয় প্রতীক লাগানো এই সুগন্ধীর ব্যবসাও করছেন। ৪০৩ টি আসনের বিধানসভা নির্বাচনে কমপক্ষে ২০২ টি আসনে জয়লাভ করতেই হবে যে কোন দল বা জোটকে। তবেই তাঁরা উত্তরপ্রদেশে ক্ষমতা দখল করতে পারবে।

প্রসঙ্গত, সমাজবাদী পার্টি যেভাবে গান, সুগন্ধী এনে নির্বাচনের পূর্বে বাজার গরম করছে, তার থেকে কোন অংশে কিন্তু পিছিয়ে নেই উত্তরপ্রদেশের বিজেপি শিবির। ইতিমধ্যেই গায়ক-অভিনেতা তথা রাজনীতিবিদ নিরাহুয়ার গাওয়া গান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিভিন্ন প্রচার সভায় চালানো হচ্ছে। প্রচার চলছে জোরকদমে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর