মোহরের রাজত্ব শেষ, সৌজন‍্য-গুনগুনের বিয়ে দেখিয়েই প্রথম স্থান দখল করল ‘খড়কুটো’

বাংলাহান্ট ডেস্ক:  বাংলা টেলিভিশন ধারাবাহিকগুলির (serial) মধ্যে টক্কর চিরদিনের। কে কার থেকে টিআরপির (trp) দিক দিয়ে কতটা এগিয়ে থাকবে সেই নিয়ে দ্বন্দ্ব লেগেই রয়েছে। কোন চ্যানেল অন্যান্যদের থেকে টিআরপির দিক থেকে এগিয়ে সেটা জানার জন্য দর্শকরাও উন্মুখ হয়ে থাকেন। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও টিআরপি রেটিংয়ে সেরা ধারাবাহিকগুলির নাম প্রকাশ হয়েছে।

   

এই সপ্তাহের টিআরপি তালিকায় হয়েছে বড়সড় রদবদল। টানা কয়েক সপ্তাহ শীর্ষ স্থান দখল করেছিল ‘মোহর’। এবার সেই জায়গায় এল ‘খড়কুটো’। দ্বিতীয় স্থান ও প্রথম স্থানের মধ‍্যে পয়েন্টের তফাতও রয়েছে বেশ কিছুটা। ১১.৮ রেটিং নিয়ে প্রথমে রয়েছে খড়কুটো। অপরদিকে মোহরের রেটিং ১০.৯।


রানিমার কপালে জুটেছে তৃতীয় স্থান। ১০.৬ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘করুণাময়ী রানি রাসমণি’ এবং ১০.৪ রেটিং নিয়ে চতুর্থ ‘কৃষ্ণকলি’। পিছিয়ে নেই ‘শ্রীময়ী’ও। পাঁচের ঘরেই রয়েছে স্টার জলসার এই অন‍্যতম জনপ্রিয় সিরিয়াল। জুন আন্টির প্রেগনেন্সির খবর দিয়ে বড় চমক দিয়েছে এই সিরিয়াল।

মূলত চলতি সপ্তাহে সিরিয়ালের নায়ক নায়িকা সৌজন‍্য ও গুনগুনের বিয়েই টিআরপি তুঙ্গে তুলেছে খড়কুটোর। এই জুটির মজাদার কাণ্ডকারখানা দেখতেই টিভি খুলে বসেন দর্শক। সেখানে সিরিয়ালে গুনগুন ও সৌজন‍্যের বিয়ের কাণ্ডকারখানা যে সুপারহিট হয়েছে তা বলাই বাহুল‍্য।

স্টার জলসার আরো এক সিরিয়াল রয়েছে সেরা টিআরপির তালিকায়। মাত্র কিছুদিন শুরু হয়েছে ‘খেলাঘর’। অনেক দিন বাদে সৈয়দ আরেফিনকে দেখা গিয়েছে সিরিয়ালে নায়কের চরিত্রে। এই সিরিয়াল রয়েছে অষ্টম স্থানে। টিআরপি রেটিংও নেহাত কম নয়, ৭.৫।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর