একসময়ের ‘স্টার’ সিরিয়ালের আজ টিআরপি নেই, মাত্র পাঁচ মাসেই বন্ধ হচ্ছে ‘খুকুমণি হোম ডেলিভারি’?

বাংলাহান্ট ডেস্ক: বছরের শুরুতেই মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড় বাংলা সিরিয়ালের দর্শকদের। স্টার জলসার এক সময়ের সুপারহিট সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’ (Khukumoni Home Delivery) নাকি এবার বন্ধের পথে। এমনি গুঞ্জনে সরগরম টেলিপাড়া। মাত্র পাঁচ মাস হয়েছে পথচলা শুরু করেছে এই সিরিয়াল। এর মধ‍্যেই আচমকা বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন কেন তা নিয়ে ধন্দে দর্শকরা।

শোনা যাচ্ছে, সিরিয়াল বন্ধের মৌখিক নোটিস এসেছে খুকুমণি হোম ডেলিভারি টিমের কাছে‌। যদিও এ খবর সত‍্য নাকি নেহাতই গুজব তা এখনো স্পষ্ট নয়। কারণ এই কানাঘুঁষো নিয়ে মুখ খুলতে রাজি হননি সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা। চ‍্যানেলের তরফেও কিছু ঘোষনা করা হয়নি।


এমনিতে নতুন সিরিয়াল আসলে পুরনো সিরিয়ালকে জায়গা ছেড়ে দিতেই হয়। সাধারণত এক্ষেত্রে কম টিআরপি ওয়ালা সিরিয়ালের উপরেই কোপটা পড়ে আগে। কিন্তু সেদিক দিয়ে দেখতে গেলে খুকুমণি কিন্তু স্টার জলসার সবথেকে কম টিআরপির সিরিয়াল নয়। একাধিক পুরনো সিরিয়াল রয়েছে যা এখনো ধুঁকতে ধুঁকতে চলছে। তাহলে তড়িঘড়ি খুকুমণি বন্ধের নোটিস কেন?

আবার আরেকটি সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। চ‍্যানেলের সঙ্গে সিরিয়ালের প্রযোজনা সংস্থার নাকি বিবাদ বেঁধেছে। অর বলির পাঁঠা হয়েছে খুকুমণি। তাই চলতি মাসেই শেষ হয়ে যাবে সিরিয়ালের শুটিং। তবে সবটাই এখনো গুঞ্জনের পর্যায়ে রয়েছে। কানাঘুঁষোর সত‍্যতা নিয়ে চ‍্যানেল বা খুকুমণির টিমের তরফে কোনো বার্তাই দেওয়া হয়নি।

গত বছরের নভেম্বর মাসে সফর শুরু করেছিল খুকুমণি। প্রথমেই টিআরপি তালিকার সেরা পাঁচে জায়গা করে নিয়েছিল এই সিরিয়াল। সে সময় স্টার জলসার একের পর এক সিরিয়াল খারাপ ফল করছে। সে সময়ে খুকুমণি শুধু চ‍্যানেল টপারই হয়নি, বাংলা সেরা ‘মিঠাই’কেই চাপে ফেলে দিয়েছিল।

তবে বেশ কয়েক মাস হয়ে গিয়েছে আগের গৌরব হারিয়েছে খুকুমণি। তার মারকাটারি সংলাপও আর আগের মতো উত্তেজিত করতে পারে না দর্শকদের। ‘রাজপুত্তুর’ বিহানকে স্কুলে ভর্তি করিয়ে তবুও নিজের লড়াইটা চালিয়ে যাচ্ছে খুকুমণি। এমতাবস্থায় হুট করে সিরিয়াল যেন শেষ না করে দেওয়া হয়, আর্জি দর্শকদের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর