কীভাবে এত গ্লোয়িং স্কিন কিয়ারার? জানুন অভিনেত্রীর বিউটি সিক্রেট

বলিউড অভিনেত্রী কিয়ারা আডভানি (Kiara Advani) রূপে গুণে একেবারে সম্পূর্ণা। তিনি শুধু একজন প্রতিভাবান অভিনেত্রীই নন, কিয়ারা নিজের স্বাস্থ্য ও উজ্জ্বল ত্বকের জন্য কয়েকটি ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাওয়ার মাধ্যমে তাঁর ত্বকের যত্ন নেন। জানেন কিয়ারার এই উজ্জ্বল ত্বকের রহস্য কি?

তাঁর ত্বকের যত্নের রুটিন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, কিয়ারা (Kiara Advani) বলেছিলেন যে তিনি এমন কয়েকটি উপাদানের ব্যবহার করেন যা প্রতিটি বাড়িতে সহজেই পাওয়া যায়। কোনও ব্যয়বহুল পণ্য নয়, তবে অভিনেত্রী সেই নিখুঁত উজ্জ্বলতার জন্য তার মুখে কয়েকটি ফেসপ্যাক ব্যবহার করেন। এই সম্পর্কে কিয়ারা বলেন, ‘মুখে কয়েকটি ঘরোয়া পেস্ট লাগান! বিশ্বাস করুন, এটি আপনাকে সেরা গ্লো দেবে, আমি নিজে এটার গ্যারান্টি নিচ্ছি।’

   

Kiara Advani

কিয়ারা (Kiara Advani) বলেছিলেন যে তিনি এমন কয়েকটি উপাদানের ব্যবহার করেন যা প্রতিটি বাড়িতে সহজেই পাওয়া যায়

কিয়ারার তিনটি ফেস প্যাকের মধ্যে প্রথমটি হল বাদামের গুঁড়ো। প্রথমে ২ টেবিল চামচ দুধ নিয়ে সেটিকে কাঠবাদামের গুঁড়োর মধ্যে ভাল করে মেশাতে হবে। তারপর তাতে ১ টেবিল চামচ বেসন দিয়ে হবে। তারপর সেটিকে ১০ থেকে ১৫ মিনিট রাখুন। আর তারপরেই পেয়ে যান, গ্লোয়িং স্কিন। এবার আসি দ্বিতীয় পদ্ধতিতে। মধু, বাদাম গুঁড়ো ও টমেটো নিয়ে তৈরি করা হবে এই ফেস প্যাকটি।

এই ফেস প্যাকটি ৩০ মিনিট মুখে লাগানোর পর, উষ্ণ গরম জলে ধুয়ে তুলে দিতে হবে। এতে আপনার ব্ল্যাকহেডসের সমস্যাও মিটে যাবে। এবার আসা যাক তৃতীয় ফেস প্ল্যাকে। ১ চামচ বাদামের গুঁড়োর মধ্যে, মিশিয়ে নিন ১ চামচ মুলতানি মাটি ও একটু গোলাপজল। এই প্যাকটি বেশ কিছুক্ষণ মাখার পর, ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে দিতে হবে।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর