যেন অবিকল কিয়ারা আডবানী, যুবতীর টিকটক ভিডিও দেখে হতবাক নেটজনতা

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে ইন্টারনেট যার মাধ্যমে Tiktok ভিডিও এর মতো প্ল্যাটফরম হাতের মুঠোই চলে এসেছে । স্মার্টফোন ও ইন্টারনেটের দৌলতে যে কত অসাধ্য সাধন করা যায় কিছু মানুষকে না দেখলে তা বিশ্বাস করা অসম্ভব। স্মার্টফোনের হাজারো অ্যাপস মানুষের জীবনই বদলে দিয়েছে। সম্প্রতি আরও একটি টিকটক ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। টিকটকটি করেছেন কিয়ারা আডবানী। ভাবছেন এ আর এমন কি? বহু তারকাই তো টিকটক ভিডিও করেন। তাহলে কিয়ারার ভিডিওতে এমন কি আছে?

Kiara Advani 1

আসলে টিকটক ভিডিওটি করেছেন কিয়ারার মতো দেখতে এক যুবতী। হ্যাঁ ঠিকই পড়েছেন। যুবতীকে দেখলে এক নজরে ভুল হওয়া আশ্চর্যের নয়। হুবহু কবীর সিং ছবির প্রীতি চরিত্রের কিয়ারা মতোই দেখতে লাগছে তাঁকে। একইরকম পোশাক, চুল বাঁধার স্টাইল। কবীর সিংয়ের গানের সঙ্গেই টিকটক ভিডিও শুট করেছেন তিনি। একটা নয়, বেশ কয়েকটি ভিডিও করেছেন ওই যুবতী।

https://www.instagram.com/p/BzR5OAynubz/?utm_source=ig_embed

জানা গিয়েছে, যুবতীর নাম কল্পনা শর্মা। তিনি হরিয়ানার বাসিন্দা। কলেজ পড়ুয়া কল্পনাকে দেখতে যে অনেকটাই কিয়ারা আডবানীর মতো তা অনেকেই স্বীকার করেছেন। শুধু টিকটক নয়, কল্পনার ইনস্টা হ্যান্ডেল খুললেও চোখে পড়বে বহু ছবি, যেখানে কিয়ারার সঙ্গে অনেকটাই মিল রয়েছে তাঁর। নেটিজেনরাও তেমনই মন্তব্য করেছেন। অনেকেই বলেছেন, কবীর সিং ছবির প্রীতির সঙ্গে বেশ মিল রয়েছে তাঁর। অনেকে আবার তাঁর সৌন্দর্য্যের প্রশংসাও করেছেন।

https://www.instagram.com/p/BzZoVzfHSIj/?utm_source=ig_embed

https://www.instagram.com/p/BzrrWIAnGJM/?utm_source=ig_embed

https://www.instagram.com/p/B0NWmGHnqOg/?utm_source=ig_embed

https://www.instagram.com/p/B5nH8uAHC_p/?utm_source=ig_embed

কল্পনার টিকটক ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ লাইক, কমেন্ট করেছেন ভিডিওগুলিতে। শেয়ারও হয়েছে প্রচুর। রাতারাতি তারকা বনে গিয়েছেন কল্পনা।


Niranjana Nag

সম্পর্কিত খবর