শীতেই জমবে সিনেপ্রেমীদের উৎসব, KIFF এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি অমিতাভ-জয়া

বাংলাহান্ট ডেস্ক: ডিসেম্বর পড়লেই উৎসবের মরশুম শুরু হয়ে যাবে শহরে। বড়দিনের আগেই শুরু  হয়ে যাবে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্ব‍র পর্যন্ত চলবে এই উৎসব। সেই উপলক্ষেই শহরে বসবে চাঁদের হাট। টলি ও টেলিপাড়ার নামীদামী তারকারা তো থাকবেনই, বলিউড থেকেও আসবেন একাধিক প্রথম সারির তারকারা।

বৃহস্পতিবার বিধানসভার শীতকালীন অধিবেশনে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঘোষনা করেন। প্রতিবারের মতো এবারেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেই হবে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।


এ বছর চলচ্চিত্র উৎসবে মুম্বই থেকে বিশেষ অতিথি হিসাবে আসবেন বাংলার মেয়ে জামাই জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চন। শোনা যাচ্ছে, উপস্থিত থাকতে পারেন শাহরুখ খানও। এর আগে একাধিক বার KIFF এর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন অমিতাভ জয়া। এসেছেন বাংলার ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর তথা মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের ‘ভাই’ শাহরুখও। এমনকি করোনার সময়ে ভার্চুয়ালিও উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

এবারে অমিতাভের আসার কথা জানালেও কিং খানের উপস্থিতি নিয়ে এখনো সংশয় রয়েছে বলেই জানান মুখ‍্যমন্ত্রী। চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম‍্যানের পদে গত বারের মতোই এবারেও থাকছেন অভিনেতা তথা বিধায়ক রাজ চক্রবর্তী।

প্রসঙ্গত, করোনা আবহে দুবার পেছানোর পর চলতি বছর এপ্রিলেই অনুষ্ঠিত হয়েছিল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অতিরিক্ত গরমে সিনেমা প্রদর্শনীতে বিভ্রাট ছাড়াও একাধিক বিতর্ক হয়েছিল গতবার। চলচ্চিত্র উৎসবে ডাক না পাওয়া, এমনকি ছবি মনোনীত না হওয়ারও অভিযোগ করেছিলেন শ্রীলেখা মিত্র।

অন‍্যদিকে মিমি চক্রবর্তীর অভিযোগ ছিল, ডাক মারফত চিঠি পাঠিয়েই আমন্ত্রণ সারা হয়েছে। কমিটির কাছ থেকে কোনো ফোন পাননি তিনি। এবারে বিতর্ক সরিয়ে সুষ্ঠ ভাবে উৎসব আয়োজন করা যায় কিনা সেটাই দেখার।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর