জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার সিদ্ধান্ত ভালো ছিল, বললেন কৃষক নেতা রাকেশ টিকাইত

বাংলা হান্ট ডেস্কঃ কৃষক নেতা রাকেশ টিকাইত (Rakesh Tikait) জম্মু কাশ্মীর (Jammu Kashmir) থেকে ৩৭০ ধারা (Article 370) তুলে নেওয়া নিয়ে বড় বয়ান দিলেন। তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার সিদ্ধান্ত সঠিক, কিন্তু সেখানকার কৃষক, মানুষ আর সাধারণ মানুষের অনেক ক্ষতি হচ্ছে। কারণ ৩৭০ ধারে রদ করার পর থেকে তাঁরা কোনও আর্থিক প্যাকেজ পাচ্ছে না।

টিকাইত বলেন, ‘আমি ভেবেছিলাম ৩৭০ ধারা অনেক বড় ইস্যু, কিন্তু সেটা এখন সমাধান হয়ে গিয়েছে। ৩৭০ ধারা তুলে নেওয়ার পর ভালো লেগেছিল। কিন্তু সেখানকার কৃষক, সাধারণ মানুষের ক্ষতি হয়েছে। আমরা সেখানকার মানুষের পাশে রয়েছি।” টিকাইত আরও বলেন, ‘এর আগে যারা ট্র্যান্সপোর্ট প্যাকেজ পেত, তাঁরা এখনও পাচ্ছে। আমি চাই এই প্যাকেজ চলতে থাকুক। এটা যেন বন্ধ না হয়। বিদ্যুৎ আর ট্রান্সপোর্ট সাবসিডি পেতে থাকুক মানুষ। ৩৭০ থাকুক আর না থাকুক, প্যাকেজের মাধ্যমে মানুষকে সুবিধা দিতে হবে। সরকার যেই প্যাকেজ দিচ্ছে, সেটা যেন জারি থাকে।”

আজ শনিবার কৃষকরা দেশের সমস্ত রাজ্যের রাজ্যপাল আর কেন্দ্র শাসিত অঞ্চলের উপ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে শ্বেতপত্র দেবে। এই বিষয়ে টিকাইতকে যখন জিজ্ঞাসা করা হয় যে, তিনি দিল্লীর উপরাজ্যপাল অনিল বৈজলের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না? তখন তিনি বলেন, ‘আমি যাব না, দিল্লীর নেতারা ওনার সঙ্গে সাক্ষাৎ করবেন।”

টিকাইত আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আমি ভাবতি পারিনি যে স্বাধীন ভারতবর্ষে নিজের অধিকারের জন্য আন্দোলন করতে হবে কৃষকদের। আমরা কথাবার্তা চালু করার জন্য সরকারের কাছে চিঠি লিখেছিলাম, সরকার আমাদের জানায় যে আইন ফেরত নেওয়া হবে না।” টিকাইত বলেন, এই গতিরোধ শেষ হওয়ার আশা দেখছি না আমি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর