চুমু খেলে ভালো থাকবে শরীর, জানা গেল সমীক্ষায়!

বাংলাহান্ট– প্রিয় মানুষের ঠোঁটে ঠোঁট রেখে গাড় চুম্বনের অনুভূতিই আলাদা। কিন্তু চুমু খেলে নাকি ঠিক হয় মানুষের শরীর? সম্প্রতি এক গবেষণায় প্রকাশিত হয়েছে এরকমই এক অজানা তথ্য।চুমু খেলে নাকি ফিটফাট আর সবল থাকবে আপনার প্রিয়জনের শরীর। দেখা যাক সেই উপকারিতা গুলি

প্রতিদিন নিজের সঙ্গীর একটা চুমু, ভালো রাখতে সাহায্য করে আপনার হার্টকে।

চুমুই পারে উচ্চ রক্তচাপ ও অবসাদের মতো একাধিক সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে আনতে। চুমুর সময় মস্তিষ্কে ডোপামিন আর সেরোটোনিন হরমোনের ক্ষরণ হতে থাকে, যা মানসিক অবসাদ ও দুশ্চিন্তা কম করতে সাহায্য করে।

ইংল্যান্ডের ‘নিউরোসায়েন্স অ্যান্ড কগনিটিভ সায়েন্স’-এর বিজ্ঞানীদের দাবি, চুমু খেলে মস্তিষ্কে এন্ডরফিন নামের এক ধরণের হরমোনের নিঃসরণ হয়। যা শরীরের ব্যাথা বেদনা কমাতে সাহায্য করে। চুমু খেলে মাইগ্রেনের মতো ভয়ানক যন্ত্রণাও সহজেই কমে যেতে পারে।

এক সমীক্ষায় মার্কিন বিজ্ঞানীদের দাবি করেছেন, যারা নিয়মিত অন্তত ২০ সেকেন্ড ধরে চুমু খান, তাদের প্রায় ২ থেকে ৩ কিলোক্যালোরি বার্ন হয় প্রতি মিনিটে।

মুখের স্বাস্থ্য ভালো রাখতেও চুমু বেশ দরকারি। চুমু খাওয়ার সময় মুখের ভিতর অনেকরকম লালা ক্ষরিত হয়, একই সঙ্গে নানারকম উৎসেচকও ক্ষরিত হয়।

সুতরাং চুমু খেলে যে ভালো থাকবে আপনার প্রিয়জনের শরীর তা বোঝাই যাচ্ছে বেশ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর