নিলামে কেন নেওয়া হয়নি ঋদ্ধিমান সাহা, মহম্মদ সামির মত বাংলার ক্রিকেটারদের? দলের বিপর্যয়ে ফুটছে KKR সমর্থকরা

বাংলা হান্ট ডেস্কঃ এবার আইপিএলের IPL শুরুটা একটু ভালো করলেও আইপিএল যত শেষের দিকে এসেছে ততই বেহাল দশা দেখা দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের (kolkata night riders)। একেবারে হতাশাজনক পারফরম্যান্স করেছে কেকেআর (kkr)। দীর্ঘদিন ধরে প্রিয় দলকে সাপোর্ট করার পর যখন দেখে প্লে অফের কাছে গিয়েও ফিরে আসতে হচ্ছে টিমকে তখন আর মাথা ঠিক রাখতে পারছেন না কেকেআর সমর্থকরা (kkr fans)। অনেকেই নিজেদের রাগ উগড়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

   

কেকেআরের এই হতাশাজনক পারফরম্যান্সের পেছনে দায়ী একমাত্র কেকেআর সিইও ভেঙ্কি মাইসর। এমনই দাবি করছেন বেশ কয়েকজন ডাই হাট কেকেআর ফ্যান। তাদের দাবি নিলামের সময় সেখানে কে উপস্থিত ছিলেন? কেন তাদের চোখে পড়লোনা ঋদ্ধিমান সাহা, মহম্মদ সামির মত বাংলার ক্রিকেটাররা। যারা বাংলার বদলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির হয়ে দাপিয়ে পারফরম্যান্স করছেন। কেন ঋদ্ধিমান সাহা, মহম্মদ সামির বদলে নেওয়া হল রিঙ্কু সিং, করুন নায়ারের মত ক্রিকেটারদের।

কেকেআরের হতাশাজনক পারফরম্যান্সের পেছনে একমাত্র দায়ী কেকেআর সিইও ভেঙ্কি মাইসর। কোন ফ্র্যাঞ্চাইজি দলে টিম মিটিংয়ের সময় কোচ এবং ক্রিকেটারদের মাঝে নাক গলায় না দলের সিইও কিন্তু কেকেআরই একমাত্র টিম যেখানে প্রত্যেকটি টিম মিটিংয়ে কোচ এবং ক্রিকেটারদের মাঝে নাক গলায় দলের সিইও ভেঙ্কি মাইসর। এছাড়াও তারা দাবি করেছেন যদি বাংলা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা কে দলে নেওয়া হতো তাহলে কখনোই দীনেশ কার্তিকের মত চূড়ান্ত ফ্লপ একজন ক্রিকেটারকে প্রত্যেক ম্যাচে দলে নিতে হত না। এছাড়া তাদের দাবি বাংলার পেসার মহম্মদ সামি দলে থাকলে আজ কলকাতায় বোলিংয়ের এমন বেহাল দশা হত না। কমলেশ নাগরকোটি, শিভম মাভির মত অনভিজ্ঞ বোলারদের দিয়ে বল করিয়ে বারবার জেতা ম্যাচ হারতে হচ্ছে কেকেআরকে। সেই জায়গায় মহম্মদ সামির মতো অভিজ্ঞ বোলার দলে থাকলে কেকেআর টিম যে আরও ভালো ফল করতে পারতো সেগুলি টিম ম্যানেজমেন্টকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কেকেআর সমর্থকরা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর