কলকাতা বনাম হায়দ্রাবাদ ম্যাচে হল ৫ টি বিরাট রেকর্ড, ইতিহাসের পাতায় নীতিশ রানা

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার সুপার সানডেতে আইপিএলের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে হায়দ্রাবাদকে 10 রানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ইয়ন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স। আর এই ম্যাচেই হয়ে গেল বেশ কিছু গুরুত্বপূর্ণ রেকর্ড। আসুন দেখে নেওয়া যাক সেই সমস্ত রেকর্ড গুলি:

1) এত বছর আইপিএল হলেও এই প্রথমবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

2) এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন কেকেআরের ওপেনার নিতিশ রানা। 56 বলে 80 রানের ইনিংস খেলেন নিতিশ রানা। সেই সঙ্গে তিনি নিজের ক্যারিয়ারে 1500 রান পূর্ণ করে ফেলেন। আইপিএলে 1500 রান পূর্ণ করা 53 তম খেলোয়াড় হলেন নিতিশ রানা।

3) এইদিন কেকেআর জার্সিতে নেমেই বাজিমাত করলেন রাহুল ত্রিপাঠী। 29 বলে 53 রানের মারকাটারী ইনিংস খেললেন রাহুল ত্রিপাঠী। সেই সঙ্গে নিজের আইপিএল কেরিয়ারের 1000 রান পূর্ন করে ফেললেন রাহুল ত্রিপাঠি। আইপিএলে 1000 রান পূর্ণ করা 78 তম খেলোয়াড় হলেন রাহুল ত্রিপাঠি।

4) দীর্ঘদিন পর ফের ঘরে ফিরে এসেছেন কলকাতা নাইট রাইডার্সের ঘরের ছেলে সাকিব আল হাসান। কেকেআর জার্সিতে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন সাকিব আল হাসান ফিরে এসেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন। প্রথম বলেই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন সাকিব।

5) এই ম্যাচে জনি বেয়ারস্টো এবং মনিশ পান্ডে দুজনেই হাফ সেঞ্চুরি করেন। সেই সাথে এই দু’জনে 100 রানের পার্টনারশিপ করেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর