বড় নজির গড়লেন লোকেশ রাহুল, IPL-এর ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে গড়লেন এই কীর্তি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল এলিমিনেটরে হেরে আইপিএল অভিযান শেষ হয়ে গিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের। লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুল কাল অনেকক্ষণ চেষ্টা করেও দলের হার আটকাতে পারেনি। কিন্তু হেরেও একটি নজির গড়ে গিয়েছেন তিনি। কাল ৭৯ রান করার সাথে সাথেই আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টানা চার মরশুমে ৬০০ রানের গন্ডি অতিক্রম করেছেন তিনি। কাল ১৯ তম ওভার অবধি ব্যাট করে ইনিংসের চালকের ভূমিকায় ৫৮ বলে ৭৯ রান করেন রাহুল।

এলএসজি অধিনায়ক আইপিএলের পঞ্চদশ তম মরশুমে ১৫ ম্যাচে ৬৬১ রান করেছেন। যার মধ্যে সামিল রয়েছে দুটি শতরান। এর আগের করোনাবিধ্বস্ত ২০২১ সংস্করণের তিনি পুরোনো দল পাঞ্জাবের হয়ে ১৩ ম্যাচে ৬২৬ রান করেছেন। তার একবছর আগে সম্পূর্ণ ভাবে সংযুক্ত আরব আমিরাশাহিতে অনুষ্ঠিত মরশুমে তিনি ১৪ ম্যাচে ৬৭০ রান করেন। এছাড়া ২০১৮ মরশুমে তিনি ৬৫৯ রান করেছিলেন। এই প্রতিযোগিতায় তার ধারাবাহিকতা রীতিমতো ঈর্ষণীয়।

KL Rahul,LSG,TATA IPL 2022

এর আগে ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল এবং অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার আইপিএলে তিনটি মরশুমে ৬০০ এর বেশি রান করার নজির গড়েছিলেন। তাদের রেকর্ড কাল ভেঙে দেন লোকেশ রাহুল। গেইল ২০১১, ২০১২ এবং ২০১৩ মরশুমে আরসিবির জার্সিতে এমন কীর্তি গড়েছিলেন। অপরদিকে ডেভিড ওয়ার্নার সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে তিনটি ভিন্ন মরশুমে এই কীর্তি গড়েছিলেন।

কাল আরসিবির দেওয়া ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডি কক এবং মনন ভোরা-কে দ্রুত হারালেও ক্রিজে জমে যান লোকেশ রাহুল। তার সঙ্গে একটি বড় পার্টনারশিপ গড়ে তোলেন দীপক হুডা। শুরুতে কিছুটা সময় নিলেও ১৩ ওভারের পর থেকে আক্রমণ শুরু করেন দুজনেই। কিন্তু পুরোপুরি আক্রমণাত্মক হয়ে ওঠার আগেই ৪৫ রানের ব্যক্তিগত স্কোরে দীপক হুডাকে ফেরান হাসারাঙ্গা। তারপরেও দলকে ম্যাচে রেখেছিলেন রাহুল। কিন্তু ১৯ তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে রাহুলকে ৭৮ এবং ক্রুনালকে ০ রানে ফিরিয়ে দেন হ্যাজেলউড। ম্যাচের ভাগ্য ওখানেই নির্ধারিত হয়ে গিয়েছিল। তাও ৪ বলে ১১ রানের একটা ক্যামিও খেলে চেষ্টা করেছিলেন চামিরা। কিন্তু তা যথেষ্ট ছিল না। ১৯৩ রানের বেশি করতে পারেনি লখনউ। ডেথ ওভারগুলিতে দুরন্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ১ টি উইকেট নেন হর্ষল প্যাটেল। হ্যাজেলউড ৩ উইকেট নিলেও আরসিবির বোলিংয়ের মূল হিরো হর্ষল প্যাটেল।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর