পারেননি কেউ, ভারতের ২৪৩ জন ওয়ান ডে ক্রিকেটারের মধ্যে একমাত্র কেএল রাহুলই গড়েছেন এই রেকর্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি আইপিএলে দুরন্ত ফর্মে আছেন লোকেশ রাহুল। দু একটি ম্যাচে ভালো পারফর্ম করতে না পারলেও আইপিএল ২০২২-এ দুটি শতরান হাঁকিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন কর্ণাটকের তারকা। অরেঞ্জ ক্যাপের দৌড়েও খুব পিছিয়ে নেই তিনি। সেই সঙ্গে গত কয়েক মাস যারা তার অধিনায়কত্বের সমালোচনা করেছিল তাদেরকেও যোগ্য জবাব দিয়ে তার নেতৃত্বে লখনউ সুপারজায়ান্টস পয়েন্টস টেবিলে টপ ফোরে রয়েছে। এহেন লোকেশ রাহুল শুধু টি টোয়েন্টি নন, ওয়ান ডে ক্রিকেটেও অত্যন্ত কার্যকরী ব্যাটার। সেই ফরম্যাটে তার ঝুলিতে রয়েছে এমন একটি রেকর্ড যা কোনও ভারতীয় খেলোয়াড়ের নেই।

kl rahul 1720x1000 1

প্রতিটি ক্রিকেটারের কাছে তার জাতীয় দলের অভিষেক ম্যাচটি খুবই আবেগপূর্ণ মুহূর্ত হয়ে থাকে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে টেস্ট অভিষেকে শতরান করেছেন এমন ব্যাটার খুঁজলে অনেককেই পাওয়া যাবে, কিন্তু নিজের ওয়ান ডে অভিষেক শতরান করেছেন এমন ব্যক্তি আছেন কেবল একজন। তিনি হলেন লোকেশ রাহুল।

সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিংহ ধোনির মতো ভারতের কিংবদন্তি সমস্ত খেলোয়াড়রা তাদের অভিষেক ওয়ান ডে ম্যাচে যেখানে ব্যর্থ হয়েছেন, সেখানে তাদের চেয়ে অনেক কম জনপ্রিয় রাহুলের নামে রয়েছে এই অবিশ্বাস্য রেকর্ড। অভিষেক ম্যাচটি স্মরণীয় করে রেখে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। সচিন টেন্ডুলকার, যুবরাজ সিং, রাহুল দ্রাবিড়ের মতো ভারতীয় তারকারাও ওয়ান ডে অভিষেকে এই কীর্তি গড়তে পারেননি।

২০১৬ সালে ভারতীয় দল জিম্বাবোয়ে সফরে এবং প্রথমবার দেশের হয়ে ওয়ান ডে খেলার সুযোগ পেয়েছিলেন কেএল রাহুল। তিনি তার অভিষেক ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় দলকে ৯ উইকেটে জিততে সাহায্য করেন। জিম্বাবোয়ের দেওয়া ১৬৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল ভারত। সেই ম্যাচে রাহুল ১১৫ বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০০ রানে অপরাজিত থাকেন। ফলে অভিষেক ম্যাচেই তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং এই রেকর্ডটি তার নামের সাথে জুড়ে যায়।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর