চোটমুক্ত লোকেশ রাহুল, ধাওয়ানকে সরিয়ে জিম্বাবোয়ে সফরে তাকেই অধিনায়ক হিসাবে পাঠাচ্ছে BCCI

বাংলা হান্ট নিউজ ডেস্ক: খুশির খবর লোকেশ রাহুলের ভক্তদের জন্য। বিসিসিআই মেডিকেল টিম লোকেশ রাহুলের চোটের মূল্যায়ন করে দেখেছে এবং জানিয়েছেন যে যার জিম্বাবোয়েতে আসন্ন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে খেলার জন্য তাকে ছাড়পত্র দিয়েছে। সর্বভারতীয় সিনিয়র নির্বাচন কমিটি শিখর ধাওয়ানের বদলে তাকেই সেই সিরিজে দলের অধিনায়ক নিযুক্ত করেছে এবং তার সহকারী হিসেবে শিখর ধাওয়ানের নাম উল্লেখ করেছে।

   

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজ জয়ের পর ভারতের মুল টি-টোয়েন্টি দলটি আপাতত কুড়ি দিনের বিশ্রাম পাবে। মাঝে জিম্বাবোয়ে সফর থাকলেও তাতে নিয়মিত তারকার কারোর যাওয়ার কথা ছিল না। কিন্তু দীর্ঘদিনের বিরতির পর বিসিসিআই চাইছে রাহুলকে অন্তত একটি সিরিজে খেলিয়ে তারপর এশিয়া কাপের মতো হাইভোল্টেজ টুর্নামেন্টে নামাতে। ২৮ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ওই হাইভোল্টেজ টুর্নামেন্টে যাত্রা শুরু করবে ভারত। এশিয়া কাপ শেষ হলে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলে তারপর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা দেবে ভারত।

জিম্বাবোয়ে সফরের ভারতীয় দল:
লোকেশ রাহুল (অধিনায়ক) শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, ঈশান কিষাণ (উইকেট-রক্ষক), সঞ্জু স্যামসন (উইকেট-রক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আভেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, দীপক চাহার

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর