বিজয় হাজারের ট্রফিতে দুর্দান্ত সেঞ্চুরি করলেন কে এল রাহুল, মাত্র 122 বলে করলেন 131 রান।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের জার্সি গায়ে রান পাচ্ছিলেন না লোকেশ রাহুল। সম্প্রতি কিছু মাস ধরে টেস্ট একেবারেই রানের মুখ দেখতে পাচ্ছিলেন না লোকেশ রাহুল। আর তাই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে এই ডানহাতি ব্যাটসম্যানকে। জাতীয় দল থেকে বাদ পড়ার সুবাদে এই মুহূর্তে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন লোকেশ রাহুল। আর এই বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত সেঞ্চুরি করে তিনি ফের একবার বুঝিয়ে দিলেন তিনি এখনো ফুরিয়ে যাননি।

   

বিজয় হাজারে ট্রফিতে লোকেশ রাহুল কর্নাটকের হয়ে খেলেন। আর এই দিন কর্ণাটক বনাম কেরলের ম্যাচে ছিল। সেই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেন রাহুল। রাহুলের ব্যাট থেকে এল একটা সুন্দর সেঞ্চুরি। মাত্র 122 বল রাহুল করলেন 131 রান। আর রাহুলের দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে কেরল কে 60 রানে হারিয়ে দিল কর্ণাটক।

ওয়েস্ট ইন্ডিজ সফরে অনেকক্ষণ পিচে থাকার পরেও বড় রান করতে পারেনি রাহুল। আর তাই বারেবারে ব্যর্থ হওয়া রাহুলকে সুযোগ দেওয়া হয়নি দক্ষিণ আফ্রিকা সিরিজে। তার বদলে দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে তরুণ ব্যাটসম্যান শুভমান গিলকে। তবে এদিনের এই 131 রানের সুন্দর ইনিংস কে এল রাহুলকে যে বাড়তি সাহস যোগাবে সেটা বলাই বাহুল্য।

তবে এখন এটাই দেখা যে রাহুল তার এই সুন্দর ফর্ম কতদিন ধরে রাখতে পারেন। এবং রাহুল কি ফের তার সুন্দর ব্যাটিংয়ের দৌলতের ভারতীয় দলে সুযোগ পাবেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে টেস্ট দলে ভারতের হয়ে ওপেন করেন রোহিত শর্মা। কিন্তু এইদিন শূন্য রান করে সাজ ঘরে ফিরে আসেন তিনি অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে ফের একবার সাদা জার্সি গায়ে ওপেনার হিসেবে ব্যর্থ হলেন রোহিত শর্মা। তারপরেই রোহিত শর্মাকে ট্রলের শিকার হতে হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর