মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন, বললেন জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্স

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা পুরভোটকে কেন্দ্র করে সকাল থেকেই জায়গায় জায়গায় অশান্তির খবর সামনে এসেছে। বেশ কিছু জায়গায় বোমাবাজির খবরও প্রকাশ্যে এসেছে। একজন সাধারণ মানুষের সেই বোমার আঘাতে গুরুতর চোট লেগেছে বলেও জানা গিয়েছে। আর এরই মধ্যে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্স শুভঙ্কর সরকার কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দিলেন।

জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্স শুভঙ্কর সরকার বলেছেন, মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন হয়েছে। কিছু জায়গায় অশান্তির খবর পাওয়া গিয়েছে। উনি এও জানিয়েছেন যে, টাকি স্কুলের সামনে বোমাবাজির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মোট ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘বিরোধীরা যেই অভিযোগগুলো করছে, সেগুলোর ফুটেজ থাকলে প্রকাশ্যে আনুক। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” তিনি এও বলেন যে, ফুটেজ দেখালে ২৪ ঘণ্টার মধ্যেই দলমত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হবে।” পাশাপাশি তিনি বিরোধীদের কটাক্ষ করে এও বলেন যে, নাচতে না জানলে উঠোন বাঁকা হবেই।

আরেকদিকে, নির্বাচনী সন্ত্রাসের প্রতিবাদে এক বিরল দৃশ্য দেখল কলকাতা। সাপে-নেউলে বলে পরিচিত সিপিএম ও বিজেপিকে সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে বড়তলা থানার সামনে প্রতিবাদী ধরনায় বসতে দেখা গেল। অন্যদিকে, কংগ্রেসও সেই প্রতিবাদে অংশ নিয়ে মিলেমিশে একাকার হয়ে গেল। তিনটি দলকেই একযোগে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা গেল বড়তলা থানার সামনে।

১৭ নম্বর ওয়ার্ডের প্রতিটি বুথে ছাপ্পা, বুথ দখলের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সবকিছু দেখার পরেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল বলে অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতার বড়তলা থানার সামনে সিপিএম ও কংগ্রেস প্রার্থী ও কর্মীরা ধরনায় বসে পড়েন। সেখানেই গিয়ে যোগ দেন বিজেপির কর্মীরা।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর