সোজা মেরুদণ্ডের মানুষ! RG Kar কাণ্ডের প্রধান ‘প্রতিবাদী মুখ’, কে এই কিঞ্জল নন্দ?

বাংলা হান্ট ডেস্ক : এই মুহূর্তে আরজিকর কান্ডে (RG Kar Case) চিকিৎসকদের প্রতিবাদের মুখ হয়ে উঠেছেন চিকিৎসক কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। তিলোত্তমার নির্মম হত্যা-ধর্ষণকাণ্ডের ঘটনার শুরুর দিন থেকেই সামনে থেকে লড়াই করছেন কিঞ্জল। তাই তাঁকে দেখিয়েই  এখন সবাই উদাহরণ দিচ্ছেন, ‘সোজা মেরুদন্ডের মানুষ!’ লালবাজারের সামনে এখনও অবস্থানরত অবস্থায় এককাট্টা হয়ে রয়েছেন চিকিৎসকরা।

কিঞ্জল নন্দ (Kinjal Nanda) আসলে কে?

নাওয়া-খাওয়া ভুলে সেখান থেকেই তাঁদের নেতৃত্ব দিচ্ছেন কিঞ্জল (Kinjal Nanda)। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে কিঞ্জলের (Kinjal Nanda) একের পর এক ভিডিও। এই ভাবে বুকভরা সাহস নিয়ে একেবারে সোজাসুজি সপাটে প্রতিবাদ করতে দেখে কিঞ্জলকে সাবাশি দিচ্ছেন সকলেই। বাহবা জানাচ্ছেন সহযোদ্ধারাও। এই বিচারহীন দিনেও তিনি যেভাবে সকলের মধ্যে আশার আলো জ্বালিয়ে তুলেছেন তার জন্য তাকে কুর্নিশ জানাচ্ছেন গোটা রাজ্যবাসী।

   

কিন্তু পেশায় চিকিৎসক কিঞ্জলের রয়েছে আরও একটি পরিচয়। পেশাগত ভাবে চিকিৎসক কিঞ্জল একজন দক্ষ অভিনেতা। অভিনয় তাঁর প্যাশন। কেপিসি হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করার পর বর্তমানে তিনি আরজিকর হাসপাতাল থেকেই  মাইক্রোবায়োলজিতে পোস্ট গ্রাজুয়েট করছেন।

আরও পড়ুন :  ‘বিষাক্ত পুুরুষের প্রতি বিশ্বস্ত থেকে ….’ কাঞ্চন মল্লিক বিতর্কে জড়াতেই, কটাক্ষ পিঙ্কির

বর্তমানে তিনি সেখানকারই রেসিডেন্ট ডক্টর। কিন্তু চিকিৎসক হওয়ার পাশাপাশি অভিনয়ের প্রতি কিঞ্জলের রয়েছে আলাদাই আকর্ষণ। সেইসাথে তিনি একজন থিয়েটার কর্মীও। ২০১৮ সালে হীরালাল সিনেমার হাত ধরে প্রথম অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল কিঞ্জলের। একাধিক চরিত্রে ভেঙেচুরে নিজেকে নতুন রূপে আবিষ্কারও করেছেন তিনি।

ইতিমধ্যেই কিঞ্জল অভিনয় করে ফেলেছেন ৮/১২,কর্ণ সুবর্ণের গুপ্তধন, ব্যোমকেশ হত্যামঞ্চ ইত্যাদি সিনেমাতে। এমনকি  বীমা কান্ড অথবা কাঁটায় কাঁটায় সিরিজেও অভিনয় করে ফেলেছেন তিনি। এছাড়াও কিঞ্জলের তার হাতে রয়েছে ‘দেবী চৌধুরানী’র মতো বিগ বাজেটের সিনেমাও।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর