সুখবর! 100 টাকা বিনিয়োগে 4.5 লক্ষ টাকা রিটার্নের সুবিধা , জানুন পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে

বাংলা হান্ট ডেস্ক : বর্তমানে এলআইসি সহ একাধিক প্রাইভেট সংস্থায় টাকা জমানোর সুবিধা থাকলেও মানুষ পোস্ট অফিসের উপরেই বেশি ভরসা রাখেন। তাই বর্তমানে গ্রাহকদের বেশি করে সুবিধা দিতে পোস্ট অফিসে অনেক নতুন নতুন স্কিম সংযোজন করছে সরকার। অল্প পুঁজি বিনিয়োগে বেশি টাকা রিটার্নের সুবিধা রয়েছে এমন টি স্কিম চালু করেছে পোস্ট অফিস যার মধ্যে অন্যতম হল মান্থলি এই রকম স্কিম। যার মাধ্যমে মাসে কম করে এক শ টাকা জমা দিলে 5 বছর পর সাড়ে চার লক্ষ টাকা অবধি রিটার্নের সুবিধা রয়েছে।

যদিও জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে নয় লক্ষ টাকা অবধি ম্যাচুরিটি পাওয়ার সুবিধা রয়েছে। জেনে নিন এই স্কিমের সুবিধাগুলি কী কী- 1. এই স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড হলেও পাঁচ বছর।

2. দুই বা তিনজন ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং তাদের সমান শেয়ার থাকবে।

   

3. অ্যাকাউন্ট জয়েন্ট থেকে সিঙ্গেল কিংবা সিঙ্গেল থেকে জয়েন্টে স্থানান্তরিত করা যায়।

4. যদি কোনও ব্যক্তি একটি পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে এই স্কিমটি স্থানান্তরিত করতে চান সে ক্ষেত্রেও সুযোগ পাবেন।

5. ম্যাচিওরিটি হওয়ার আগেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া যায়, যদি তিন বছরের আগে বন্ধ করা হয় সে ক্ষেত্রে জমা রাখা টাকার ওপরে 2 শতাংশ এবং তিন বছর পরে 1 শতাংশ টাকা কেটে নেওয়া হবে।

অন্য দিকে এই স্কিমে টাকা রাখলে সাধারণত গ্রাহকরা 7.6 শতাংশ হারে সুদ পাবেন।

সম্পর্কিত খবর