এসবিআইয়ের ডেবিট কার্ড ব্যবহার করলে জানুন বিশেষ নিয়ম, না জানলে পড়তে পারেন বিপদে

বাংলা হান্ট ডেস্ক : দেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের জন্য সাত ধরনের ডেবিট কার্ড দিয়ে থাকে৷ যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল আভ্যন্তরীণ ব্যবহারযোগ্য ও ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড৷ সাত ধরনের ডেবিট কার্ড ব্যবহারের সুযোগ দিলেও সমস্ত রকমের কার্ড থেকেই সমান সংখ্যক টাকা তুলতে পারেন না গ্রাহকরা৷ কার্ড বিশেষে টাকা তোলার আলাদা আলাদা পরিমাণ থাকে৷ এবং টাকা তোলার নির্দিষ্ট পরিমাণ জানিয়ে দেওয়া হয়৷ কিন্তু এই টাকা তোলার পরিমাণ কোন কার্ডে ঠিক কত তা অনেকেই জানেন না আর না জেনে বিভিন্ন সময়েই বিপদে পড়েন গ্রাহকরা তাই এক ঝলকে দেখে নিন এসবিআইয়ের কোন ডেবিট কার্ডে এক দিনে কত টাকা পর্যন্ত তোলা যেতে পারে-                                                                                                                                                            1. এসবিআই সিলভার ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড- এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা এক দিনেই চল্লিশ হাজার টাকা অবধি তোলার সুযোগ পাবেন, তবে ভারতের ক্ষেত্রে এই সুযোগ থাকলেও বিভিন্ন দেশ বিশেষ টাকা তোলার পরিমাণটা আলাদা হয়৷

2. এসবিআই ক্লাসিক এবং মেট্রো কার্ড- যদিও এই দুটি কার্ড থেকে আগেই 40000 টাকা অবধি তোলার সুযোগ ছিল কিন্তু গত বছর থেকে ব্যাঙ্কের তরফে সেই টাকা তোলার পরিমাণ কমিয়ে 10000 করা হয়েছে৷

3. এসবিআই গোল্ড ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড- এই কার্ড যদি কোনও গ্রাহকের থাকে তাহলে তিনি দেশের বাইরে গিয়েও ন্যূনতম দৈনিক 50000 টাকা অবধি তোলার সুযোগ পাবেন৷

4. এসবিআই গ্লোবাল ইন্টারন্যাশনাল- দেশের বাইরে গিয়ে গ্রাহকরা এই কার্ডের মাধ্যমে দৈনিক 40000 টাকা অবধি তোলার সুযোগ পাবেন৷

5. এসবিআই প্ল্যাটিনাম ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড- এ বার থেকে এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা দেশের বাইরে গিয়েও এটিএম থেকে দৈনিক এক লক্ষ টাকা অবধি তোলার সুযোগ পাবেন৷

6. এসবিআই মুম্বই মেট্রো কার্ড- যে কোনও গ্রাহকের কাছে এই কার্ড থাকলেই দেশের মধ্যে এটিএম থেকে দৈনিক চল্লিশ হাজার টাকা অবধি তুলতে পারবেন গ্রাহকরা৷

7. এসবিআই মাই কার্ড ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড- এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা বিদেশে গিয়েও এটিএমের মাধ্যমে চল্লিশ হাজার টাকা তুলতে পারবেন প্রতিদিন৷

সম্পর্কিত খবর