২১ বছর বয়সেই ২৭ কোটির মালিক, জেনে নিন সাফল্যের ইতিহাস

বাংলাহান্ট ডেস্কঃ ভারতে বিশ্বের সব চেয়ে বেশী যুবকদের বাস। এটি একদিকে যেমন দেশের পক্ষে খুবই ইতিবাচক, পাশাপাশি এর অনেক খারাপ প্রভাবও রয়েছে। গড় বয়স কম হওয়ার কারনে ভারতে এই মুহুর্তে কর্মসংস্থান নেই বললেই চলে। শিক্ষিত বেকার যুব সম্প্রদায় কর্মহীন হওয়ার কারনে জড়িয়ে পড়ছে অসামাজিক কাজকর্মে। কিন্তু এই সামগ্রিক চিত্রটাতেও রয়েছে ব্যাতিক্রম, ২১ বছর বয়সী এক যুবক ইতিমধ্যেই শূন্য থেকে ব্যাবসা শুরু করে ২৭ কোটি টাকার মালিক।

এই যুবকের নাম ঋতেশ আগড়ওয়াল, আর তার সংস্থার নাম OYO. ভারতের ৩৫ টা শহরের ১০০০ বেশি হোটেলে তার অধীনে কাজ করছে অসংখ্য কর্মী। হোটেলের মান উন্নত করার সাথে সাথে কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থাও করেন তিন৷ OYO অ্যাপের মাধ্যমে ব্যক্তি রুম বুক করতে পারেন ,রুমে যাওয়ার পথ নির্দেশনা পেতে পারেন এবং রুমসার্ভিসও মেলে তাতে । সব মিলিয়ে কম খরচে হোটেলে থাকার অভিজ্ঞতাই বদলে দিয়েছেন তিনি।

https://www.instagram.com/tv/BpZFev6hdZJ/?igshid=1194c0pkbibuf

https://www.instagram.com/tv/BlF9QWPHOTB/?igshid=cqcf6x66xcjq

কিন্তু কিভাবে হল এত কিছুর শুরু? সব স্টার্ট আপ সংস্থার মত ঋতেশের ভাবনার শুরুও প্রত্যক্ষ জীবন অভিজ্ঞতা থেকে। নিজের অ্যাপার্টমেন্টে রাতের বেলা ঢুকতে পারে না সেজন্য তাকে বাধ্য হয়ে বাইরে রাত কাটাতে হয়। তখন তিনি যেই হোটেলটিতে যান সেই হোটেলে তার অব্যাবস্থা দেখে সমস্ত হোটেল ব্যাবসার ত্রুটি বুঝে যান৷ পরবর্তী কালে নিজেই হোটেলে আরো স্বাচ্ছন্দ্য দেওয়ার লক্ষ্য নিয়ে OYO খোলেন।

https://www.instagram.com/tv/Bk7zCp7AWKK/?igshid=1hocsrpxcxgjk

17 বছর বয়সে, রীতেশ তার উদ্যোক্তা যাত্রা শুরু করেছিলেন। ওরাভেল স্টাইস প্রাইভেট লিমিটেড । তিনি ২০১২ সালে কলেজ ছেড়ে যাওয়ার পরে চালু হয়েছিল That এটি ছিল তার প্রথম প্রবর্তন। তালিকা ও বাজেটের বুকিং সক্ষম করার জন্য প্ল্যাটফর্মটি উপভোগ করতে গ্রাহকদের জন্য ওরাভেল সংস্থাটি তৈরি করা হয়েছিল ।

 

সম্পর্কিত খবর