ছবি পাঠানো এখন আরও সহজ, নতুন আপডেটে এবার দূর্দান্ত ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ

বাংলা হান্ট ডেস্ক : মেসেজিং এবং ভিডিও কলিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশনটি (Application) হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং অ্যাপের শিরোপা ধরে রেখেছে এই অ্যাপটি। এইমুহুর্তে গোটা বিশ্বে প্রায় ২ বিলিয়নেরও বেশি মানুষ এই অ্যাপ্লিকেশনটির ব্যবহার করে। আর এই কারণেই সংস্থাটিও তার গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে রোজই নতুন নতুন আপডেট আনতে থাকে।

এখন আপনিও যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার পছন্দ হবেই হবে। কারণ এবছর হোয়াটসঅ্যাপ এক বড় আপডেট এনেছে তাদের অ্যাপটিতে। আসলে এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠানোয় একটা সমস্যা ছিল। কারণ যত হাই রেজোলিউশনের ছবি পাঠানো হোক না কেন তার গুণমান কমে যেত এবং আকারও সংকুচিত হয়ে যেত।

   

তবে এবার থেকে আপনি খুব সহজেই উচ্চ রেজোলিউশনের ছবি পাঠাতে পারবেন। সম্প্রতি হোয়াটসঅ্যাপের সিইও মার্ক জুকারবার্গ নিজেই এই আপগ্রেডের তথ্য দিয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায়, এই নতুন আপডেট সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি।

আরও পড়ুন : আইনি না হলেও মন থেকে স্বামী-স্ত্রী! আর এবার যা করলেন শোভন-বৈশাখী, দেখ ‘থ” সবাই

সম্প্রতি, মার্ক জুকারবার্গ তার ইনস্টাগ্রাম চ্যানেল এবং ফেসবুক পোস্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপের এই নতুন বৈশিষ্ট্য সম্পর্কে ব্যবহারকারীদের জানিয়েছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় এই বৈশিষ্ট্য সম্পর্কিত একটি ভিডিওও শেয়ার করেছেন। এই ভিডিওতে আপনি দেখতে পারবেন কিভাবে HD ফটো ফিচার কাজ করে।

আরও পড়ুন : বন্ধ হচ্ছে জি বাংলার একসময়ের টিআরপি টপার সিরিয়াল, তালিকায় রয়েছে আরও ৩

জানিয়ে দিই হোয়াটসঅ্যাপে এইচডি ফটো পাঠাতে প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ আপডেট করতে হবে। আপডেট হওয়ার পর আপনি WhatsApp-এ ফটো শেয়ারিং ট্যাবে একটি HD বোতাম দেখতে পাবেন। এই এইচডি বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনি দুটি অপশন পাবেন যার মধ্যে স্ট্যান্ডার্ড সাইজ এবং এইচডি সাইজ অপশন থাকবে। HD কোয়ালিটি ছবি পাঠাতে চাইলে আপনাকে HD অপশনটিতে ক্লিক করতে হবে।

whatsapp 2 sixteen nine

তবে একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যদি হোয়াটসঅ্যাপে এইচডি কোয়ালিটিতে ছবি পাঠান, তাহলে আপনার ডেটা খরচ বেশি হবে। তবে এখানেই শেষ নয়, হোয়াটসঅ্যাপে আরও বেশ কিছু নতুন ফিচার্স অ্যাড করেছে সংস্থাটি। যেমন অচেনা নম্বর থেকে ফোন এলেও ডিভাইস থাকবে সাইলেন্ট। এছাড়াও ১৫ মিনিট পর্যন্ত মেসেজ এডিট করারও অপশন রয়েছে নতুন ভার্সনটিতে। এছাড়াও একের বেশি ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ রয়েছে। এবং এই নতুন ভার্সনে স্ক্রিন শেয়ার করারও একটি অপশন দেওয়া হয়েছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর