সামনেই চন্দ্রগ্রহন, জেনে নিন দশকের প্রথম উলফ মুনের খুঁটিনাটি

বাংলাহান্ট ডেস্কঃ আকাশে মেঘ থাকার কারনে দশকের শেষ বলয় সূর্য গ্রহন দেখতে পারেনি দেশের অনেক মানুষই। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রস্তুত ছিলেন এই বলয় গ্রহন দেখার জন্য। কিন্তু মেঘের কারনে তা দেখতে পারেননি তিনি। দেশবাসীর এই বলয়গ্রাস দেখার আক্ষেপ মেটেনি এখনো। কিন্তু সেই আক্ষেপকে কিছুটা পূরন করতে হতে চলেছে আরো এক গ্রহন। তবে এবার সূর্য নয় চাঁদের বলয় গ্রহন।

পৃথিবী যখন পরিভ্রমণ করতে করতে কিছু সময়ের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করে। পৃথিবীপৃষ্ঠের কোন দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়। আবার শাস্ত্র বলে যে রাহু ও কেতুর,  রাহু চন্দ্রকে গ্রাস করলে চন্দ্রগ্রহন হয়। যদিও তার বৈজ্ঞানিক ভিত্তি নেই।

 

ভারতে  দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ উত্তরভারতের একাধিক রাজ্য থেকে এই বলয়গ্রাস চন্দ্রগ্রহণ ঘটনা দেখা যাবে। তবে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে এই চন্দ্রগ্রহণ বেশি ভালো করে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। সব গ্রহনের মতই এই বলয়গ্রাস চন্দ্রগ্রহণ খালি চোখে দেখতে বারন করছেন বিজ্ঞানী মহল।

গ্রহণ শুরু হবে ভারতীয় রাত ১০:৩৭ মিনিটে। দিল্লিতে ১২:৪০ মিনিট থেকে স্পষ্ট এই গ্রহণ দেখতে পাবে দিল্লিবাসীরা। যদিও আকাশ মেঘমুক্ত না থাকার সম্ভাবনাই প্রবল। মেঘের কারনে গত গ্রহনের মত এটি থেকেও বঞ্চিত হতে পারেন দেশের জনতা।

সম্পর্কিত খবর