ক্রিসমাস পার্টিতে স্যাটিনের পাজামা-হীরের আংটিতে ঝলমল করলেন অম্বানির ছোট বউমা, নাইটসুটটির দাম কত জানেন?

বাংলাহান্ট ডেস্ক : অনন্ত অম্বানির সঙ্গে বিয়ের পর থেকেই লাইমলাইটে উঠে আসছেন রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)। বলিউড তারকাদের সঙ্গে গ্ল্যামার, জনপ্রিয়তায় পাল্লা দিচ্ছেন অম্বানিদের ছোট পুত্রবধূ। দেশের সব থেকে ধনী পরিবারের আভিজাত্য এবং তরুণ প্রজন্মের আধুনিকতা, স্টাইলের মেলবন্ধনে নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করছেন রাধিকা। কয়েক মাস ধরে চলা বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে তাঁর একাধিক লুক নিয়ে চর্চা হয়েছে আগেই। আর এবার ক্রিসমাস পার্টি লুককে ঘিরে ট্রেন্ডিংয়ে রয়েছেন রাধিকা (Radhika Merchant)।

অম্বানির ক্রিসমাস পার্টিতে মধ্যমণি রাধিকা (Radhika Merchant)

বছর শেষে সকলেই রয়েছেন পার্টি মুডে। ব্যতিক্রম নয় অম্বানিরাও। বিশেষ করে রাধিকার (Radhika Merchant) জীবনযাত্রা দেখলেই বোঝা যায়, পার্টি, হুল্লোড় করতেই ভালোবাসেন তিনি। সম্প্রতি জামনগরে অম্বানি পরিবারের ক্রিসমাস পার্টিতে নজর কাড়েন রাধিকা (Radhika Merchant)। সেখানে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর, খুশি কাপুর, অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর, ওরির মতো বলিউড তারকারা।

Know how much is radhika merchant night suit price

নাইটসুটের দাম কত: তারকাখচিত ক্রিসমাস পার্টিতে অবশ্য মধ্যমণি হয়ে ধরা দিলেন রাধিকাই (Radhika Merchant)। তবে এবারে কোনো ডিজাইনার চোখ ধাঁধানো পোশাক নয়, বরং ছিমছাম নাইটসুটে দেখা মিলল অম্বানিদের ছোট বউমার। তবে সাধারণ পাজামাও যে কীভাবে আকর্ষণীয় করে তুলতে হয় তা শেখালেন রাধিকাই (Radhika Merchant)। জানলে অবাক হবেন, এই নাইটসুটের দাম কিন্তু মোটেই আকাশছোঁয়া নয়। এমনকি চাইলে আপনিও কিনে পরতেই পারেন এই পাজামা সুটটি।

আরো পড়ুন : ফের কপাল পুড়ল পাকিস্তানের! এবার প্রতিশোধ নিতে “সার্জিক্যাল স্ট্রাইক” চালাল এই দেশ

নজর কাড়ল রাধিকার লুক: জানা গিয়েছে, ‘প্রিটি লিটল থিং’ ব্র্যান্ডের এই মিষ্টি গোলাপি রঙের স্যাটিন নাইট সুটটির দাম মাত্র ৫,৪০০ টাকা। তবে এই পোশাকের সঙ্গে হাতে একটি লাক্সারি রিস্টওয়াচ, আঙুলে হীরের আংটি, হালকা গ্ল্যাম মেকআপ লুকে ঝলমল করলেন রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)।

আরো পড়ুন : মনমোহনের মৃত্যুতে শোকস্তব্ধ পাকিস্তানের এই গ্রাম! বিশেষ প্রার্থনা মসজিদেও, চোখে জল বাসিন্দাদের

প্রসঙ্গত, বীরেন এবং শৈল মার্চেন্টের ছোট মেয়ে রাধিকা মার্চেন্ট। চলতি বছরের জুলাই মাসে জামনগরে ধুমধাম করে বিয়ে হয় অনন্ত এবং রাধিকার। তাঁদের বিয়ে উপলক্ষে বলিউড ইন্ডাস্ট্রির সমস্ত তারকারা তো বটেই, রাজনৈতিক জগৎ, ক্রীড়া জগৎ সহ গোটা বিশ্বের নানান খ্যাতনামা ব্যক্তিরা এক ছাদের তলায় এসেছিলেন ওই বিয়ে উপলক্ষে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর